অ্যাপশহর

IND vs PAK Commonwealth Games 2022: কমনওয়েলথে পাকিস্তানকে নিয়ে ছিনিমিনি খেলল ভারত, জয়ের ব্যবধান ৫-০

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটা খেলতে নেমেছিলেন অশ্বিনী পোনাপ্পা এবং বি সুমিথ রেড্ডি। মিক্সড ডাবলস এই ম্যাচের প্রথম গেমে সহজেই ২১-৯ ব্যবধানে তাঁরা মহম্মদ ইরফান সঈদ ভাট্টি এবং গজালা সিদ্দিকিকে তাঁরা হারিয়ে দেন। দ্বিতীয় গেমেও ভারতের জয়লাভে খুব একটা অসুবিধা হয়নি। ২১-১২ ব্যবধানে অশ্বিনী পোনাপ্পা এবং বি সুমিথ রেড্ডি হারিয়ে দেয়।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 29 Jul 2022, 10:01 pm
EiSamay.Com Sindhu Main
পাকিস্তান ব্যাডমিন্টন দলকে হারিয়ে দিল ভারত, ছবি সৌজন্য - Twitter
২০২২ কমনওয়েলথ গেমসে ভারত ব্যাডমিন্টনে দুরন্ত পারফরম্যান্স করল। ইতিমধ্যেই মিক্সড ইভেন্টে পাকিস্তানকে টিম ইন্ডিয়া ৫-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে। এই ম্যাচটি আলেকজান্ডার স্টেডিয়ামের ন্যাশনাল এগজিবিশন সেন্টারে আয়োজন করা হয়েছিল। ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাডমিন্টন তারকারা দুরন্ত পারফরম্যান্স করেন। আর সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে একপেশে জয়লাভ করে ভারত।

ভারতীয় দল এই লড়াইয়ে পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে। অন্তিম ম্যাচে গায়ত্রী গোপীচাঁদ এবং ত্রিশা জোলি জুটি পাকিস্তানের মেহুর শেহজাদ এবং গজালা সিদ্দিকিকে ২১-৪ এবং ২১-৫ ব্যবধানে পরাস্ত করেছে।

ইতিপূর্বে অবশ্য টিম ইভেন্টে ভারত ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। পুরুষদের ডাবলস ইভেন্টে সাত্বিকসাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি পাকিস্তানের মহম্মদ ইরফান সঈদ ভাট্টি এবং মুরাদ আলিকে পরাস্ত করেন। ম্যাচের ফলাফল ২১-১২, ২১-৯।

ভারতীয় দলের কথা যদি বলতে হয়, তাহলে আলাদা করে কিন্তু পিভি সিন্ধুর নাম উঠে আসবেই। এই লড়াইয়ে মহিলাদের সিঙ্গলস ম্যাচ খেলতে নেমেছিলেন সিন্ধু। তিনি পাকিস্তানের প্রতিপক্ষ মেহুর শেহজাদকে কার্যত উড়িয়ে দিলেন। আর সেইসঙ্গে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। মেহুর শেহজাদকে সিন্ধু ২১-৭ এবং ২১-৬ ব্যবধানে পরাস্ত করেন।

অন্যদিকে আবার মুরীদ আলির বিরুদ্ধে জয়লাভ করেছেন কিদাম্বি শ্রীকান্ত। দ্বিতীয় গেমে শ্রীকান্ত ২১-১২ ব্যবধানে জয়লাভ করেন।

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটা খেলতে নেমেছিলেন অশ্বিনী পোনাপ্পা এবং বি সুমিথ রেড্ডি। মিক্সড ডাবলস এই ম্যাচের প্রথম গেমে সহজেই ২১-৯ ব্যবধানে তাঁরা মহম্মদ ইরফান সঈদ ভাট্টি এবং গজালা সিদ্দিকিকে তাঁরা হারিয়ে দেন। দ্বিতীয় গেমেও ভারতের জয়লাভে খুব একটা অসুবিধা হয়নি। ২১-১২ ব্যবধানে অশ্বিনী পোনাপ্পা এবং বি সুমিথ রেড্ডি হারিয়ে দেয়।

চলতি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম জয় যে টিম ইন্ডিয়াকে একটা বুস্টার ডোজ দেবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে ব্যাডমিন্টন দল জিতলেও ভারতের মহিলা ক্রিকেট দল কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাস্ত হয়েছে। একটা সময় ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু, তারপরও এক ওভার বাকি থাকতে ১৫৫ রান হাসিল করে নেয়।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল