অ্যাপশহর

ভোট দিতে গিয়ে নয়া বিতর্কে অনুব্রত, এবার অভিযোগ বিধিভঙ্গের

তৃণমূলের প্রতীক বুকে লাগিয়ে ভোট দেওয়ায়, তাঁর বিরুদ্ধে উঠল নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ।

EiSamay.Com 17 Apr 2016, 1:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ম্যাজিস্ট্রেটের নজরবন্দি, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ, মিডিয়ার তীক্ষ্ণ নজর, বীরভূমের ভোট ঘিরে সবই তাঁকে ঘিরে রয়েছে। তারপরেও বিতর্ক পিছু ছাড়ল দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের। রবিবার তৃণমূলের প্রতীক বুকে লাগিয়ে ভোট দেওয়ায়, তাঁর বিরুদ্ধে উঠল নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ।
EiSamay.Com tmc leader anubrata mondal is in controversy again
ভোট দিতে গিয়ে নয়া বিতর্কে অনুব্রত, এবার অভিযোগ বিধিভঙ্গের


ভোটের আগে ভোটারদের শাসানোর হুমকির অভিযোগে তাঁকে নজরবন্দি করে রেখেছে নির্বাচন কমিশন। বীরভূমের ডেপুটি ম্যাজিস্ট্রেটের নজরদারি ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপকে সঙ্গী করেই ভোটের আগের দিন এলাকায় চষে বেড়িয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু, ভোটের দিন বেলা গড়িয়ে গেলেও তাঁর অফিসের চেয়ার ফাঁকাই পড়ে ছিল। বাড়ির বাইরেই বেরোননি অনুব্রত। সকাল ১০টার পর মেয়েকে নিয়ে বেরিয়ে ভোট দেন। তবে, সেখানেই তৈরি হয় আর এক বিতর্ক। দেখা যায়, নির্বাচনী বিধি ভেঙে বুকে তৃণমূলের প্রতীর আঁকা ব্যাজ পরেই ভোট দেন অনুব্রত।

এরপরই বিরোধীদের অভিযোগের ভিত্তিতে জেলাশাসকের কাছে এ বিষয়ে জবাবদিহি তলব করে নির্বাচন কমিশন। এই ভুল ইচ্ছাকৃতভাবে হয়ে গিয়েছে বলে অনুব্রত মেনে নিলেও, এ জন্য তিনি ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। প্রিসাইডিং অফিসার কেন তাঁকে ব্যাজ পরে ভোট দিতে নিষেধ করেননি, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

এদিকে, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিন অভিযোগ করেন, অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে রাখাটা স্রেফ নাটক। বীরভূমের ম্যাজিস্ট্রেটকে দিয়ে কোনও কাজ হবে না।

পরের খবর

Special-newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল