অ্যাপশহর

এই স্টেশনটির দিকে নজর দেবেন প্লিজ

দক্ষিণ-পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ মেচেদা রেলস্টেশনের পরেরটিই হল নন্দাইগাজন স্টেশন। অন্যতম ব্যস্ততম এই স্টেশনে অনেকগুলি অসুবিধার মধ্যে একটি সমস্যার নাম শৌচালয়।

EiSamay.Com 22 Jun 2016, 4:51 pm
নওয়াজ শরিফ
EiSamay.Com requirement of toilet in rail station
এই স্টেশনটির দিকে নজর দেবেন প্লিজ


দক্ষিণ-পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ মেচেদা রেলস্টেশনের পরেরটিই হল নন্দাইগাজন স্টেশন। অন্যতম ব্যস্ততম এই স্টেশনে অনেকগুলি অসুবিধার মধ্যে একটি সমস্যার নাম শৌচালয়। গোটা স্টেশন চত্বরে একটি মাত্র শৌচালয়। প্রতিদিন পরিস্কার না করার ফলে শৌচালয়ের মধ্যে কেউ ঢুকতে পারে না। দুরপাল্লার ট্রেন বা লোকাল ট্রেনের যাত্রীদের ক্ষেত্রেও এটি বেশ অসুবিধাজনক। বিশেষ করে যাঁরা বয়স্ক, তাঁদের পক্ষে বেশ কঠিন ব্যাপার এটি। যাঁরা স্টেশনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন তাঁরাও ওই শৌচালয়টি ব্যবহার করতে পারেন না।

এছাড়া, স্টেশনে যাওয়ার রাস্তাটাও বেশ পীড়াদায়ক অবস্থা। বহুদিন আগে তৈরি পিচ রাস্তার মাঝে মাঝে বিশাল গর্ত তৈরি হয়েছে। রাস্তার ভিতর থেকে পাথর বেরিয়ে পড়েছে। যেকোনও সময় এখানে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী ও অফিসযাত্রীরা এই রাস্তা ব্যবহার করেন প্রতিদিন। তাঁদের কাছেও এই রাস্তায় চলাচল করা দুর্ভিসহ হয়ে উঠেছে।

এ ব্যাপারে প্রশাসন ও রেলকর্তৃপক্ষের কোন হেলদোল নেই!

পরের খবর

Citizen Reporterসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল