অ্যাপশহর

বিজেপির হাতছাড়া পঞ্জাব-গোয়াই ডুবন্ত কংগ্রেসের ২ লাইটহাউস

দিল্লির পর এবার পঞ্জাবে সরকার গঠনের স্বপ্ন দেখেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু কংগ্রেসের নতুন করে উঠে আসা সেই স্বপ্নের ফানুস ফুটো করে দিল।

EiSamay.Com 11 Mar 2017, 8:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লির পর এবার পঞ্জাবে সরকার গঠনের স্বপ্ন দেখেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু কংগ্রেসের নতুন করে উঠে আসা সেই স্বপ্নের ফানুস ফুটো করে দিল। বিজেপি ও শিরোমনি অকালি দলের জোট সরকারকে হারিয়ে পঞ্জাবে এবার কংগ্রেস ক্ষমতায় আসবে বলে বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এগজিট পোলের হিসেবকে সত্যি প্রমাণ করে এই রাজ্যের বিপুল ভাবে ক্ষমতায় এল কংগ্রেস।
EiSamay.Com punjab aaps hopes crushed by resurgent cong
বিজেপির হাতছাড়া পঞ্জাব-গোয়াই ডুবন্ত কংগ্রেসের ২ লাইটহাউস


এখনও পর্যন্ত পঞ্জাব বিধানসভা ১১৭ আসনের মধ্যে ৭৬টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস। ২২টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আপ। বিজেপি ও শিরোমনি অকালি দলের জোট পেয়েছে মাত্র ১৭টি আসন। অন্যান্যরা পেয়েছে ২টি আসন।

কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ক্যাপ্টেন অমারিন্দর সিং পাটিয়ালায় জিতলেও লাম্বি আসনে প্রকাশ সিং বাদলের কাছে হেরে যান। এদিনই তাঁর ৭৫তম জন্মদিন। পঞ্জাবে কংগ্রেসের বিপুল জয়ই তাঁর জন্মদিনের সেরা উপহার বলে জানিয়েছেন ক্যাপ্টেন। লাম্বি আসনে দাঁড়িয়ে প্রকাশ সিং বাদলের কাছে হারেন আপ প্রার্থী জার্নাল সিং-ও। এই জার্নাল সিংই পি চিদাম্বরমকে জুতো ছুঁড়ে মেরেছিলেন। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নভজ্যোত সিং সিধুও বড় ব্যবধানে জয় পেয়েছেন।

অন্যদিকে গোয়ায় সবচেয়ে বেশি আসনে জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কংগ্রেস। ৪০ আসনের গোয়া বিধানসভায় ৩৭ আসনের ছবি স্পষ্ট হয়েছে। এখনও পর্যন্ত ১৭টিতে এগিয়ে কংগ্রেস, ১২টি আসনে এগিয়ে বিজেপি এবং অন্যান্যরা এগিয়ে ৮টি আসনে। হেরে গিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকরও।


# Majority of exit polls have predicted the SAD-BJP - in power since 2007 - to be reduced to single digits

# Exit polls have also predicted resurgence of Congress and the rise of AAP in the state.

# Goa went to polls on February 4 to elect 40 members of its state assembly.

পরের খবর

Assembly-electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল