Janmashtami 2022: জন্মাষ্টমীতে বিশেষ পুজোয় মেতে উঠল মায়াপুর থেকে কোচবিহার

Produced byShukla Bhattacharjee | EiSamay.Com 19 Aug 2022, 11:58 pm

শ্রীকৃষ্ণের জন্মতিথি, জন্মাষ্টমী উপলক্ষ্যে মায়াপুরে ইসকন মন্দির থেকে কোচবিহারে মদন মোহন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সকালে শান্তিযজ্ঞের মাধ্যমে জন্মাষ্টমীর বিশেষ পুজো শুরু হয় মায়াপুর ইসকন মন্দিরে। শ্রীকৃষ্ণ এবং রাধারানিকে নতুন পোশাকে, ফুল-গয়না দিয়ে সুন্দরভাবে সাজানো হয়।

  • মায়াপুরে মহা সমারোহে ​পালিত জন্মাষ্টমী

    মায়াপুর ইসকন মন্দিরে মহা সমারোহে পালিত হল ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমীর অনুষ্ঠান। গত দু'বছর করোনার জন্য মায়াপুরে জন্মাষ্টমী অনুষ্ঠানের জৌলুসতা হারালেও চলতি বছরে কার্যত নতুন রূপে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গন। তিন দিনব্যাপী চলতে থাকা এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের অধিবাসের মধ্যে দিয়ে। এরপর শুক্রবার সকালে বিশ্বশান্তি যজ্ঞের মাধ্যমে পুজো শুরু হয়। মধ্যরাতে শাস্ত্রীয় বৈদিক রীতিকে অনুসরণ করে নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মন্দির প্রাঙ্গনে শ্রীকৃষ্ণের আবির্ভাব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান ইসকন মায়াপুর মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। মায়াপুর ইসকন মন্দিরের এই জন্মাষ্টমীর বিশেষ পুজো দেখতে দেশ-বিদেশের বহু মানুষের ঢল নামে। আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে মহা প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন রসিক গৌরাঙ্গ দাস মহারাজ।

  • বিশ্বশান্তি যজ্ঞ

    মায়াপুর ইসকন মন্দিরে শুক্রবার সকালে বিশ্বশান্তি যজ্ঞের মাধ্যমেই শুরু হল জন্মাষ্টমীর পুজো। এক বালককে গোপাল সাজিয়ে যজ্ঞের সামনে বসিয়ে শুরু হয় বিশ্বশান্তি যজ্ঞ।

  • গোপালের ৫৬ ভোগ

    শ্রীকৃষ্ণের জন্মতিথই হল জন্মাষ্টমী। তাই শ্রীকৃষ্ণের পছন্দের খাবার ভোগ করে থালায় সাজিয়ে দেওয়া হয়। যার মধ্যে ননী, নাড়ু, মালপোয়া, তালের ফুলুড়ি, পায়েস, লুচি, সুজি অন্যতম।

  • শ্রীকৃষ্ণ ও রাধারানি

    জন্মাষ্টমী উপলক্ষ্যে মায়াপুর ইসকন মন্দিরে বিশেষ সাজে সজ্জিতা শ্রীকৃষ্ণ ও রাধারানি। নতুন পোশাক, গয়না এবং ফুল মালায় সেজে উঠেছেন শ্রীকৃষ্ণ ও রাধারানি। এদিন জন্মাষ্টমীর বিশেষ পুজো দেখতে মায়াপুর ইসকন মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে।

  • এমন আরও ফটো দেখুনঅ্যাপ ডাউনলোড করুন
  • মদন মোহন মন্দিরে পালিত জন্মাষ্টমী

    কোচবিহারে সুপ্রাচীন ঐতিহ্যবাহী মন্দির হল মদন মোহনের মন্দির। জন্মাষ্টমী উপলক্ষ্যে সেই মন্দিরও সেজে উঠেছে। এই মন্দিরের প্রধান বিগ্রহ মদন মোহনকে বিশেষ সাজে সজ্জিত করে জন্মাষ্টমীর বিশেষ পুজো করা হয়। জেলা ছাড়িয়ে বিভিন্ন প্রান্তের মানুষ এদিন মদন মোহন মন্দিরে ভিড় জমান।