Indian Dead In Turkey : ধ্বংস্তূপের নীচে নিথর দেহ, তুর্কিতে মৃত বেঙ্গালুরুর যুবক

Produced byরূপসা ঘোষাল | EiSamay.Com 11 Feb 2023, 7:46 pm

তুর্কিতে উদ্ধার হল ভারতীয়ের মৃতদেহ। ধ্বংসস্তূপের নীচে মিলল নিথর দেহ।

  • তুর্কিতে উদ্ধার ভারতীয়ের দেহ



    তুর্কিতে মৃত্যু হল এক ভারতীয়ের। কর্মসূত্রে সম্প্রতি তুর্কিতে গিয়েছিলেন বেঙ্গালুরুর যুবক বিজয় কুমার। শনিবার উদ্ধারকাজের সময় তাঁর দেহ উদ্ধার হয় তুর্কির মালাত্য শহরে। গত ৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। তাঁর মৃত চিহ্নিত করার পর খবর দেওয়া হয়েছে পরিবারকে। আঙ্কারাতে ভারতীয় দূতাবাসের তরফে খবরটি জানানো হয়েছে। দেহ ভারতে নিয়ে আসার যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে বলেও জানিয়েছে দূতাবাস।

  • ধ্বংসস্তূপের নীচে নিথর লাশ



    তুর্কিতে ভূমিকম্পের খবর পাওয়ার পর থেকেই উদ্বেগে ছিল তাঁর পরিবার। অবশেষে ধ্বংসস্তূপের নীচে মিলল তাঁর নিথর দেহ।

  • তুর্কিতে মৃত বেঙ্গালুরুর যুবক



    বিজয় কুমার বেঙ্গালুরুতে একটি সংস্থায় কর্মরত ছিলেন। তাঁকে একটি সাইট পরিদর্শনের কাজে তুর্কিতে পাঠানো হয়েছিল। তিনি ৬ ফেব্রুয়ারি সাইটেই ছিলেন। ঠিক সেই সময়ই কেঁপে ওঠে তু্র্কির গাজিয়ানটেপ। এরপর একের পর এক আফটারশক। তারপর থেকে আর কোনও হদিশ মেলেনি বিজয়ের। অনুমান করা হচ্ছে, সাইট ভেঙেই মৃত্যু হয়েছে বেঙ্গালুরুর এই যুবকের।

  • মৃত ২৫ হাজার



    তুর্কি জুড়ে এখন কেবলই হাহাকার। চারিপাশে ছড়িয়ে লাশের স্তূপ। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২৫ হাজারেরও বেশি।

  • এমন আরও ফটো দেখুনঅ্যাপ ডাউনলোড করুন
  • তছনছ তুর্কি



    গোটা তুর্কি কার্যত তছনছ হয়ে গিয়েছে। বারবার কম্পনের যেরে পরিবর্তন হয়েছে তুর্কির ভৌগলিক অবস্থানও। নিশ্চিহ্ন তুর্কির প্রায় ১০টি শহর। ভেঙে পড়েছে ছয় হাজারেরও বেশি বহুতল।