অর্কিড-জারবেরা চাষিদের মুখে ফোটাচ্ছে হাসি

Curated byশীর্ষেন্দু দেবনাথ | EiSamay.Com 11 Aug 2021, 5:39 pm
  • জারবেরা ও অর্কিড চাষে সাফল্য, আয় বাড়ছে চাষিদের

    নাকাশিপাড়া ব্লকের যুগপুর, নাকাশিপাড়া ও দহকুলাতে প্রতক্ষভাবে ২০ জন মতো চাষি অর্কিড চাষ করছেন। আরও ২০ জনের বেশি জারবেরা চাষ করেন বলেই স্থানীয় সূত্রে খবর। চাষের সঙ্গে জড়িয়ে আরও অনেকে। কৃষ্ণনগরে প্রশাসনিক সভায় এসে নাকাশিপাড়ার অর্কিডে মুগ্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির জেরে সেই অর্কিড চাষিদের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। তবে তা সামলে আবার আগের অবস্থায় ফিরতে চাইছেন চাষিরা।

  • শীতকালে অর্কিড চাষ বাড়ে অনেকটাই

    প্রশাসনিক বৈঠকে কয়েক বছর আগে নদিয়ায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর হাতে উপহার স্বরূপ একগোছা উজ্জ্বল বেগুনি অর্কিড তুলে দেন নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ। আর সেই অর্কিড দেখে আপ্লুত হন মমতা।

  • ডেন্ড্রোবিয়াম প্রজাতির অর্কিড ছাড়াও চাষ হয় রং বেরঙের জারবেরা ফুল

    অর্কিডের সঙ্গে চাষ হয় জারবেরাও। প্রথমে কয়েকজন এই চাষ শুরু করে। পরে আরও একাধিক চাষি এই চাষে আগ্রহ দেখায়। ব্লক কৃষি ও উদ্যান পালন আধিকারিকরা চাষিদের সহযোগিতায় এগিয়ে আসে।

  • জারবেরার চাষ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে

    জারবেরার চাষ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে নাকাশিপাড়া এলাকায়। ফুল জেলা ছাড়াও বাইরেও যেতে শুরু করেছে। তবে আমফানের ধাক্কা সামলে এখনও অনেকে চাষি আগের ছন্দে ফিরিয়ে আনতে পারেননি।

  • এমন আরও ফটো দেখুনঅ্যাপ ডাউনলোড করুন
  • নাকাশিপাড়ার দহকুলাতে বছর কয়েক আগে অর্কিড চাষের শুরু

    ন্যাশানাল হর্টিকালচার মিশনের অর্থানুকূল্যে এবং আত্মা প্রকল্পের উদ্যোগে গড়ে ওঠে ৫০০ স্কোয়ার মিটার আয়তনের এক পলিহাউস হয়েছে। আত্মা প্রকল্পের এক্সপোজার ভিজিটে কালিম্পং গিয়ে অর্কিড চাষে আগ্রহী হন কৃষক আনন্দ বিশ্বাস। তারপরেই এই চাষের শুরু।