সুস্থ সম্পর্কের ভিত কীভাবে গড়বেন? রইল টিপস

EiSamay.Com 12 Mar 2021, 4:59 pm
  • সুস্থ সম্পর্কের ভিত কীভাবে গড়বেন? রইল টিপস

    যে কোনও সম্পর্ক সুন্দর করে গড়ে তুলতে বেশ সময় লাগে। কারণ সম্পর্ক ঠিক একটা চারাগাছের মতো। প্রতিদিন নিয়ম করে জল, সার দিলে তবেই তার বৃদ্ধি হয়। সেই সঙ্গে প্রয়োজনীয় যত্নও নিতে হয়। বিশ্বাস, ভালোবাসা, স্নেহ- এই সব কিছুর মিশেলে তৈরি হয় একটা সুস্থ, সুন্দর সম্পর্ক। আর তাই যে কোনও সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস। আর তাই বিশ্বাসে যদি কখনও চিড় ধরে তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা খুবই মুশকিলের। কারণ কোনও মানুষের উপরই অবিশ্বাস জমতে দেওয়া উচিত নয়। এতে মন, শরীর উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কীভাবে গড়বেন সুস্থ সম্পর্কের ভিত?

  • জীবনটা সিনেমা নয়

    সিনেমা আর জীবনের মধ্যে বেশ কিছু ফারাক রয়েছে। সিনেমায় রিটেকের সুযোগ থাকে, জীবনে তা থাকে না। আর তাই সিনেমার চিত্রনাট্যের মতো করে নিজের জীবনটা দেখবেন না। নিজেকে বাস্তবের মাটিতে দাঁড় করিয়ে ভাবুন। সেই মতো করে জীবনে বাঁচার রসদ খুঁজে নিন। চাওয়া-পাওয়ার মধ্যে একটা গণ্ডী টানুন।

  • সমস্যা হলে সেখানে পরিবারের প্রসঙ্গ না তোলাই ভালো

    সম্পর্কে সমস্যা হতেই পারে। কিন্তু সেখানে পরিবারের অভ্যেস প্রসঙ্গ এসব টানবেন না। এমনকী সমস্যা মেটাতে কেউ কারোর পরিবারের সদস্যকে টানবেন না। এতে জটিলতা বাড়ে।

  • সত্যি কথা বলুন

    কোনও কথা মনে চেপে না রেখে বরং মন খুলে বলে ফেলুন। কথা মনে চেপে রাখলে সেখান থেকে সন্দেহ তৈরি হবে। আর কারোর পক্ষেই মন পড়ে ফেলা সম্ভব নয়। কাজেই পার্টনারের কোনও কিছু খারাপ লাগলে সরাসরি বলুন, আলোচনা করুন। কিন্তু অযথা চেপে রাখবেন না।

  • এমন আরও ফটো দেখুনঅ্যাপ ডাউনলোড করুন
  • সম্পর্কে কিছুটা 'স্পেস' সবসময় প্রয়োজন

    প্রত্যেকের একটা ব্যক্তিগত পরিসর থাকে। প্রত্যেকের নিজস্ব কিছু ভাবনা থাকে। কথা থাকে। সেখানে অযথা সঙ্গীর অনুপ্রবেশ কাম্য নয়। সব সময় কী করছ, কেন করছ, কেন খাচ্ছ না এসব প্রশ্নে সঙ্গীকে ব্যতিব্যস্ত করবেন না। এতে তিনি বিরক্ত বোধ করতে পারেন। আর সম্পর্কে বিরক্তি আসলে বিচ্ছেদ আসতে বাধ্য।

  • একে অপরকে শ্রদ্ধা করতে হবে

    একে অপরকে শ্রদ্ধা করতেহবে। একে অপরের কাজকেও সম্মান করতেহবে। সবার কাজ সমান। কারোর কাজ ছোট কিংবা বড় নয়। প্রত্যেকেই কষ্ট করে রোজগার করেন। জীবনে বেঁচে থাকতে সবাইকেই সংগ্রাম করতে হয়। ঝগড়া হলেও কখনও অসম্মানসূচক কথাবার্তা বলবেন না।