যে ৫ লক্ষণে বুঝবেন সম্পর্কের সাফল্য! জানুন

EiSamay.Com 12 Apr 2021, 10:54 pm
  • যে ৫ লক্ষণে বুঝবেন সম্পর্কের সাফল্য! জানুন

    সম্পর্কে খুশি থাকতে কে না চায়! কিন্তু সব থেকেও অনেক সময় সুখ থাকে না। অর্থ থাকলেই যে সুখী হওয়া যায় এমনটাও নয়। সম্পর্কে শ্রদ্ধা, পারস্পরিক বোঝাপড়া এসবেরও খুবই প্রয়োজন। সেই সঙ্গে ভালোবাসা তো আছেই। এছাড়াও কিন্তু আরও কিছু বিষয় থাকে। যে বিষয়গুলির জেরেই সম্পর্কে খুশি থাকা যায়। বেশ কিছু যুগল আছেন, যাঁদের দেখলেই বোঝা যায় তাঁরা একে অপরকে পেয়ে কতটা খুশি। একে অপরের পরিপূরক। এমনকী এটাও বলতে শোনা যায় যে সাক্ষাৎ রাধাকৃষ্ণ। শুধু তাই নয় পাত্র-পাত্রীর মনের মিল হলে ধরে নেওয়া সে জুটি হিসেবে সেরা- একেবারেই রাজযোটক। কী কী লক্ষণে বুঝবেন যে আপনাদের সম্পর্ক দারুণ ভাবে হিট! জানুন...

  • আপনারা একে অপরের মনের কথা বোঝেন

    মুখে কিছু না বললেও একে অপরের মনের কথা ঠিক বুঝতে পারেন। কে কি চাইছেন মুখ খোলার আগেই তা বুঝে যান। এছাড়াও দুজনের পছন্দ এক। একই রকম সিনেমা দেখতে ভালোবাসেন। খাবার ভালোবাসেন। আর এতেই কিন্তু সম্পর্ক জমে ওঠে।

  • খুনসুটি উপভোগ করেন

    দুজনেই সময় পেলে একে অপরের সঙ্গে খুনসুটি করেন। পেছনে লাগেন। সেই সঙ্গে একে অপরের সঙ্গও পছন্দ করেন। এমনকী গবেষণাও বলছে, যে সব যুগলরা একে অন্যের সঙ্গে মজায়, খুনসুটিতে জীবন কাটান তাঁরা খুবই ভালো থাকেন জীবনে।

  • দিনে দুবার চুমু খান

    সম্পর্কে চুমু খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে প্রতিদিন চুমু খেলে শরীরও ভালো থাকে। তাই ঝগড়া, ঝামেলা যাই হোক না কেন চুমু খেলে শরীর ভালো থাকে। আর চুমু খেতে খেতে নিজেদের মধ্যেও দারুণ পজিটিভ এনার্জি আসে। সম্পর্কেও থাকে স্পার্ক।

  • এমন আরও ফটো দেখুনঅ্যাপ ডাউনলোড করুন
  • রাতে একসঙ্গে ঘুমোতে যান

    একটা মানুষকে সবচেয়ে ভালো চেনা যায় যখন তাঁর সঙ্গে রাত কাটানো হয়। কারণ একে অপরকে জড়িয়ে থাকলে মনের শান্তিও থাকে। ২০১৬ সালের একটি সমীক্ষার রিপোর্ট বলছে যেসব যুগল রাতে একই সঙ্গে ঘুমোতে যান তাঁদের মধ্যেকার সম্পর্ক থাকে খুব ভালো।