KK: গানে গানেই সফর শেষ কে কে-এর, শোকস্তব্ধ টলিউড!

Produced byকস্তুরী কুন্ডু | EiSamay.Com 29 Jun 2022, 2:49 pm

কলকাতায় (Kolkata) পারফর্ম করতে এসে চিরঘুমের দেশে পাড়ি দিলেন সংগীতশিল্পী কেকে (KK)। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায়। বলিউড সেলেবদের পাশাপাশি কেকে-এর প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন টলিউডের তারকারাও। বাংলার বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি শেরদিল-এ কাজও শুরু করেছিলেন কে কে! অন্য়দিকে দীর্ঘ ২৭ বছরের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ জিৎ গঙ্গোপাধ্যায়।

  • ​২৭ বছরের বন্ধুত্বে ইতি!


    Krishnakumar Kunnath...যাকে সকলে কেক বলেই চিনতেন। ৩১ মে হঠাৎই যেন থমকে গেল জীবনের গতি। কলকাতার নজরুল মঞ্চে উপস্থিত দর্শকের আর কেকে-এর পারফরমেন্স দেখার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল! বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কেকের পরম বন্ধু টলি ইন্ডাস্ট্রির আরেক সংগীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। বন্ধুর আকস্মিক মৃত্যুর খবরে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে জিৎ-এর। চোখের পলকে যেন ছিন্ন হয়ে গেল ২৭ বছরের দীর্ঘ বন্ধুত্ব!

  • ​শোকাহত জিৎ গঙ্গোপাধ্যায়


    সংগীতশিল্পী কেকে-এর সঙ্গে দীর্ঘ ২৭ বছরের বন্ধুত্ব ছিল বাঙালি সংগীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। তিনি শোকজ্ঞাপন করে বলেছেন, ২৭ বছরের বন্ধুত্ব শেষ হয়ে গেল! আমার প্রথম ছবি থেকে গান গেয়েছেন। আমি যেন কিছুতেই বিশ্বাসই করতে পারছি না যে কেকে আর নেই। আমার খুব কাছের বন্ধুদের মধ্যে অন্যতম ছিল কেকে। তাই ওঁর কথা বলতে গিয়ে চোখের জল আটকে রাখতে পারছি না।

  • ​টলি তারকাদের শোকবার্তা

    কেকে-এর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন টলিউড ইন্ডাস্ট্রির সংগীত জগতের ব্যক্তিত্বরা। অনুপম থেকে ইমন, সুরজিৎ, বিক্রম ঘোষের মতো শিল্পীরা কেকে-এর অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। সংগীতশিল্পী হিসাবে জীবনের শেষ মুহূর্তটাও গানে গানেই শেষ করলেন। কে কে-র মৃ্ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী কুমার শানু। অভিজিৎ-ও কে কে-এর মৃত্যুতে চরম শোকাহত।

  • ​সৃজিতের সঙ্গে শেরদিলে কাজ রইল অধুরা!


    টলিউডের বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে লিখেছেন, কে কে-এর মতো শিল্পর প্রয়াণে গোটাদেশ শোকস্তবদ্ধ। গত মাসেই প্রথমবার কে কে-এর সঙ্গে দেখা হয়েছিল। কিন্তু, কে কে-এর সঙ্গে দেখা হওয়ার পর একটাই জিনিস মনে হয়েছিল আমরা হয়তো একে অপরকে বহু যুগ ধরে চিনি। আমার সঙ্গে আগামী ছবি শেরদিলে কাজও শুরু করেছিলেন। তবে আজ আর কোনও স্বপ্নই পূরণই হল না।"

  • এমন আরও ফটো দেখুনঅ্যাপ ডাউনলোড করুন
  • ​বিজ্ঞাপনের জিঙ্গলেই হাতেখড়ি


    এই বিখ্যাত গায়ক কিন্তু কোনও দিন গানের তালিম নেননি। এই বিষয়টা কিন্তু অনেকেরই অজানা। প্রায় ৩৫০০ টি বিজ্ঞাপনের জিঙ্গলে গান গেয়েছিলেন কে কে। তাঁর মতো একজন ভার্সেটাইল শিল্পীর প্রয়াণে বলিউডের পাশাপাশি শোকস্তব্ধ টলিউডও। গৌরব থেকে সোহম, জিতু কামাল থেকে বিক্রম চট্টোপাধ্যায়ের মতো টলি তারকারাও তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।

  • ​গানেই শুরু...গানেই শেষ...


    ১৯৬৮ সালে দিল্লিতে জন্ম কে কে-এর। সলমান খান ও ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত Hum Dil De Chuke Sanam-এর ফেমাস ট্র্যাক Tadap Tadap Ke-আজও লোকমুখে ফেরে। সেই বছরই Pal মিউজিক অ্যালবাম নিয়ে আসেন কে কে। আর শেষ দিনও গাইতে গাইতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কে কে।