অ্যাপশহর

উত্তরপ্রদেশের ফল প্রভাব ফেলতে পারে প্রতিবেশী রাষ্ট্রগুলিতেও

এই জয়ের ফলে এখন প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক স্তরে অ্যাডভান্টেজ পাবে মোদী সরকার।

EiSamay.Com 12 Mar 2017, 12:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শুধু রাহুল গান্ধি, অখিলেশ যাদব নন, উত্তরপ্রদেশে বিজেপির চূড়ান্ত সাফল্যে চিন্তার ভাঁজ প্রতিবেশী রাষ্ট্রগুলির কপালেও। কারণ এই জয়ের ফলে এখন প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক স্তরে অ্যাডভান্টেজ পাবে মোদী সরকার। বিশেষ করে উরি হামলার পর পাকিস্তানের সঙ্গে যে ভাবে তিক্ততা বেড়েছে, তাতে বর্তমানে ইসলামাবাদের চিন্তার কারণ ঘটেছে বৈকি।
EiSamay.Com pakistan bangladesh may feel impact of uttar pradesh election results
উত্তরপ্রদেশের ফল প্রভাব ফেলতে পারে প্রতিবেশী রাষ্ট্রগুলিতেও


উত্তরপ্রদেশে বিপুল জয়ের পর দেশের মধ্যে মোদীর যোগ্য নেতা এখন কেউ নেই। বিদেশনীতিতেও তার প্রভাব পড়তে বাধ্য। মনে করা হয়, কোনও সরকার তার সময়সীমা মাঝপথে বড় কোনও নির্বাচন জিতলে, তার ক্ষমতা আরও বেড়ে যায়। সেটাই ঘটেছে বিজেপির ক্ষেত্রে। এর ফলে বিশ্ব কূটনীতিতেও অনেক বেশি গ্রহণযোগ্যতা বেড়েছে নরেন্দ্র মোদীর। এই নয়া রাজনৈতিক শক্তি নিয়ে এবার প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও আরও একটু কড়া অবস্থান নিতে পারবে ভারত।

আগামী এপ্রিলেই ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ ও জল সম্পদ বণ্টন নিয়ে এবার কিছুটা কড়া অবস্থানে ভারত যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি ফের রাজনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে নেপালও। সেদিকেও এবার কঠিন সিদ্ধান্ত নেওয়ার ভাবনাচিন্তা করতে পারে নয়দিল্লি।

তবে আসল প্রশ্ন পাকিস্তানকে নিয়ে। উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক করিয়ে কড়া উত্তর দিয়েছিল ভারত। দেশের মধ্যে তার সমর্থন মিলেছিল মোদীর। এবার এই জনাদেশে ভর করে মোদী যে পাকিস্তানের সঙ্গে সুর আরও একটু চড়াবেন তা মোটামুটি আন্দাজ করা যায়।


# During the election campaign, Modi received a lot of popular support for the strikes across the LoC.

# He could continue that, using the popular victory as a vindication of his policy.

# On the other hand, he could use his victory to reach out to the Pakistan leadership.

পরের খবর

Assembly-electionsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল