অ্যাপশহর

অরুণাচলপ্রদেশের জঙ্গলে খোঁজ বিশ্বের বিরলতম স্তন্যপায়ী প্রাণীর

অরুণাচলপ্রদেশের জঙ্গলে খোঁজ মিলল বিশ্বের অন্যতম এবং বিরলতম স্তন্যপ্রায়ী প্রাণী তাকিনের। যে এলাকাতে এই তাকিনের খোঁজ পেয়েছ সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৩হাজার ৫০০ মিটার উঁচুতে।

Lipi 22 Dec 2021, 8:02 pm

হাইলাইটস

  • অরুণাচলপ্রদেশের দুর্গম জঙ্গলে দেখা মিলল বিশ্বের অন্যতম এবং বিরলতম স্তন্যপায়ী প্রাণী তাকিনের।
  • স্নো লেপার্ডের সংখ্যা গণনার জন্য যে ক্যামেরা লাগানো হয়েছিল সেই ক্যামেরাতেই ধরা পড়েছে তাকিনের উপস্থিতি।
  • যে এলাকাতে এই তাকিনের খোঁজ মিলেছে সেই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৫০০ মিটার উঁচুতে।
EiSamay.Com takin news
বিশ্বের বিরলতম স্তন্যপায়ী তাকিন
এই সময় ডিজিটাল ডেস্ক : অরুণাচলপ্রদেশের অতিগহন এবং দুর্গম জঙ্গলে পাতা হয়েছিল ক্যামেরা। ওই ক্যামেরা লাগানো হয়েছিল অন্য প্রাণীর খোঁজে। মূলত ওই এলাকাতে কত স্নো লেপার্ড আছে সেটা জানার জন্যই বসানো হয়েছিল ক্যামেরা। কিন্তু ওই ক্যামেরাতে যা ধরা পড়েছে সেটা দেখে হতবাক এবং একই সঙ্গে উচ্ছ্বসিতও ওই এলাকার বন বিভাগের আধিকারিকরা।
ক্যামেরাতে ধরা পড়েছে তাকিনের উপস্থিতি। বিশ্বের অন্যতম এবং বিরলতম স্তন্যপায়ী প্রাণীগুলি অন্যতম হল তাকিন (Takin) ।

অরুণাচলপ্রদেশের পূর্ব কামেং জেলার সেপ্পা জঙ্গলে সন্ধান পাওয়া গিয়েছে তাকিনের। বন বিভাগের আধিকারিকরা জানান, এই তাকিন বিশ্বের বিরলতম স্তন্যপায়ী প্রাণী। এটি মূলত একটি ছাগল প্রজাতির প্রাণী। এই প্রাণী এতই বিরল যে এটা লাল তালিকার (IUCN Red List) অন্তর্ভুক্ত। অর্থাৎ তা অতিবিরলের তালিকায় পড়ে। ওই জঙ্গলে যে এই বিরলতম প্রাণীটির অস্তিত্ব আছে সেটাই জানা ছিল না তাঁদের। যে এলাকাতে এই তাকিনের খোঁজ মিলেছে সেই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৫০০ মিটার উঁচুতে।



ওই এলাকার চারিদিকে পাহাড়ের সারি। মাইলের পর মাইল এলাকা ঘন সবুজ বনে ঢাকা। ওই জঙ্গল এতই দুর্গম এবং গহন যে কোনও মানুষ সেখানে সাধারণত যান না।

বন বিভাগের আধিকারিকরা জানান, ওই পাহাড়ি জঙ্গলে ক্যামেরা লাগানো হয়েছিল স্নো লেপার্ড কত আছে সেটা দেখার জন্য। কারণ কিছুদিন আগেই অরুণাচলপ্রদেশে পাওয়া গিয়েছে আরেকটি বিরল প্রাণী স্নো লেপার্ডের উপস্থিতির প্রমাণ। ওই এলাকাতে ওই প্রাণী আরও আছে বলেও মনে করছেন তাঁরা। তাই স্নো লেপার্ডের খোঁজ পেতেই সেখানে গত মাসেই ক্যামেরা বসানো হয়। কিন্তু সেই ক্যামেরাতে এমন প্রাণীর ছবি পাওয়া গেল যেটার জন্য কোনও বন্যপ্রাণী বিশেষজ্ঞরাও তৈরি ছিলেন না। ওই এলাকার বিভাগীয় বন আধিকারিক বিকাশ স্বামী বলেন, ‘এমন একটা বিরলতম প্রাণী আছে এবং এই এলাকাতে ঘুরে বেড়াচ্ছে সেটাই আমাদের কারোর জানা ছিল না।’ তিনি বলেন, ‘আমরা জানি এশিয়ার, বিশেষ করে হিমালয়ের পাহাড়ি এলাকাতে Takin ছিল। এত দিন তা দেখাই যায়নি। কারণ জঙ্গল নষ্ট করা এবং নির্বিচারে হত্যা করার কারণেই এই প্রাণীটির অস্তিত্ব দেখা যায় নি। আমরা খুবই আনন্দিত যে এই বিরলতম প্রাণীকে দেখা গিয়েছে এই এলাকাতেই। ’

জানা গিয়েছে, ছবিতে একটিই তাকিন ধরা পড়েছে। ফলে ওই জঙ্গল বা তার আশপাশে কতগুলি তাকিন রয়েছে তা এখনও অজানা।

তাকিন নামে এই প্রাণীটি আদপে ছাগল গোত্রের। জানা গিয়েছে এই প্রানীটি ৩৮ থেকে ৫৫ ইঞ্চি লম্বা হয়। সাধারণত এর ওজন হয় ৩০০ থেকে ৩৫০ কেজি। পুরুষদের তুলনায় মেয়ে তাকিন একটু বেশি বড় আকারের এবং ওজনের হয়।

পরের খবর