অ্যাপশহর

ত্রিপুরায় জোড়াফুলের দাপট, অস্তিত্ব রক্ষায় পর্যবেক্ষক বদল কংগ্রেসের

বাংলার নির্বাচন শেষ হতেই ত্রিপুরায় নজর ঘাসফুলের... বিপ্লব দেব প্রশাসন বনাম জোড়াফুলের লড়াইয়ের মাঝে সংগঠন দুর্বল হচ্ছে কংগ্রেসের... গত এক মাসে একের পর এক পরিচিত মুখ জোড়াফুলের শিবিরে যোগ দিয়েছে... সংগঠন বাঁচাতে উদ্যোগী হাইকম্যান্ড...

EiSamay.Com 20 Aug 2021, 3:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একুশ বিজয়ের পর তেইশে পাখির চোখ ত্রিপুরা। নির্বাচনের এখনও বছর দেড়েকেরও বেশি সময় বাকি থাকতেই 'মিশন ত্রিপুরা'ই তৃণমূলের ধ্যানজ্ঞান। বিপ্লব দেবের রাজ্যের মাটিতে ঘাসফুলের শিকড় শক্তের পথে শক্তি ক্ষয় হাত শিবিরের। প্রতিদিনই আরও দুর্বল হচ্ছে সংগঠন। সম্প্রতি ত্রিপুরায় সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন এই সভানেত্রী সুস্মিতা দেব হাত শিবির ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। দলের একের পর এক মুখ হারিয়ে এবার নড়চড়ে বসেছে কংগ্রেস। বিশেষত রাহুল ঘনিষ্ঠ সুস্মিতার পদত্যাগে পড়েছে বড়সড় প্রভাব। ভাঙন ঠেকাতে ত্রিপুরায় তড়িঘড়ি AICC পর্যবেক্ষক নিয়োগ করল হাইকম্যান্ড।
EiSamay.Com congress-indiatimes


এণন পরিস্থিতিতে সংগঠন বাঁচাতে দল আস্থা দেখিয়েছে একজন আইপিএস-এর দক্ষতা ও মেধায়। ত্রিপুরায় কংগ্রেসে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন পুলিশ আধিকারিক অজয় কুমারকে। অসমের শিলচরের প্রাক্তন সাংসদ তথা জাতীয় মহিলা কংগ্রেস সভাপতি সুস্মিতা দেব তৃণমূলে যোগ দিতেই কংগ্রেস ছাড়েন অসমের ৩৪ জন কংগ্রেস নেতা। তাদের মধ্যে আছেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) রাজেশ দেব, জেলার সাধারণ সম্পাদক(অ্যাডমিনিস্ট্রেশন) রাহুল আলম লস্কর, পাপন দেব, শিলচরের শহর সভাপতি সজল বনিক, কাছাড়ের INTUC সভাপতি অনুপম পাল। এছাড়া অন্দরের খবর, ত্রিপুরায় সুবল ভৌমিকদের যোগদানের পর কংগ্রেসের বহু হেভিওয়েট নেতাই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এমন টালমাটাল পরিস্থিতিতে দলত্যাগে বাঁধ দিতে দলে পর্যবেক্ষক পদে আনা হল অজয় কুমারকে। তবে শুধু তৃণমূল নয়, মহারাজা প্রদ্যোত মাণিক্য দলের অবস্থানের দিকেও নজর রাখা হয়েছে।

পরের খবর

North east indiaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল