অ্যাপশহর

ত্রিপুরায় তুলকালাম! পুলিশের হেড কোয়ার্টার ঘেরাও তৃণমূলের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে ব্যাপক শোরগোল বিপ্লব দেবের রাজ্যে... ঘেরাও পুলিশ হেডকোয়ার্টার... বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তৃণমূল নেতা Kunal Ghosh

EiSamay.Com 5 Aug 2021, 5:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ত্রিপুরা। ঘটনার পর তিন দিন কেটে গেলেও কারোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় পুলিশ হেডকোয়ার্টারের বাইরে বিক্ষোভ তৃণমূল কর্মী সদস্যদের। বিপ্লব দেবের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। অভিযোগের কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতা।
EiSamay.Com Tripura TMC


জানা গিয়েছে, বৃহস্পতিবার তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করে তৃণমূল। দলের তরফে দাবি, সেই অভিযোগের তদন্ত কতদূর এগোল তা জানতেই পুলিশ হেডকোয়ার্টারে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ বেশ কয়েকজন নেতা কর্মী। কিন্তু সেখানে কথা বলা তো অনেক দূরের কথা তাদের ঢুকতে দেওয়া পর্যন্ত হয় না বলে অভিযোগ। এই নিয়ে ত্রিপুরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন কুণাল ঘোষও। তৃণমূল প্রতিনিধি দল ঢুকতে বাধা পেয়ে পুলিশ হেড কোয়ার্টারের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন।



পাখির চোখ ২০২৩ সালের Tripura Assembly Election। বিপ্লব দেব সরকারের উপর চাপ বাড়াতে দলের শীর্ষ নেতাদের একে একে ত্রিপুরা পাঠিয়েছে হাইকম্যান্ড। সোমবার ত্রিপুরা সফরে মারাত্মক হামলার হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর। তাঁর করা লাইভ ভিডিয়োতে দেখা যায় একের পর এক লাঠির বাড়ি পড়ছে তার গাড়ির উপর। আঘাতে ভেঙে যায় তৃণমূল সর্বভারতীয় সম্পাদকের গাড়ির কাঁচও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এই হামলার পরই প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল শীর্ষ নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা। এই হামলার পরই বিপ্লব দেব প্রশাসনের উপর চাপ বাড়াতে ত্রিপুরায় যান কুণাল ঘোষও।

পরের খবর

North east indiaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল