অ্যাপশহর

গবাদি পশু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে মারার অভিযোগ

ফের গরু চোর সন্দেহে পিটিয়ে খুন... আবারও ভারতেই ঘটল এমন ভয়াবহ ঘটনা... শুধু মাত্র গবাদি পশু চোর এই সন্দেহে নির্মমভাবে পিটিয়ে মারা হল তিন ব্যক্তিকে... ঘটনা ঘিকে শুরু হয়েছে ব্যাপক শোরগোল...

Lipi 20 Jun 2021, 6:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই অসমে এক ব্যক্তিকে গবাদি পশু চোর সন্দেহ করে পিটিয়ে মারার হয়। সেই ঘটনার রেশ কাটার আগেই আবার গবাদি পশু চোর সন্দেহ করে তিনজনকে পিটিয়ে মারা হল। এই গণপিটুনির ঘটনা ঘটেছে ত্রিপুরার খোয়াই এলাকাতে।
EiSamay.Com lynching (1)


ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ৪৬ কিলোমিটার দূরে রবিবার সকালে এই ঘটনা ঘটে মহারানীপুর এলাকাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গবাদি পশু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত এই তিনজন হল বিলাল মিয়াঁ (২৮)। জায়েদ হোসেন (৩০) এবং সইফুল ইসলাম (১৮)। তিনজনেই সিপাইজালা (Sepahijala) জেলার সোনামুড়া এলাকার বাসিন্দা।

ওই এলাকার পুলিশ সুপার কিরণ কুমার জানান, ‘একটি ছোট ট্রাকে করে গবাদি পশু নিয়ে যাওয়ার সময় নামনজয় পাড়া গ্রামের কিছু লোক তাঁদের দেখে গবাদিপশু চোর বলে সন্দেহ করে তাড়া করে। সেখান থেকে কিছু দূরে মহারানীপুর গ্রামে ওই গাড়িটিকে আটকে তাদের লাঠিসোটা নিয়ে বেধড়ক মারে গ্রামের লোকজন। তাদের মারে দু'জন সেখানেই মারা যায়। একজন পালিয়ে গেলে , আরও কিছুটা দূরে তাকে ধরে ফেলে মারা হয়। পুলিশ ঘটনার খবর পাওয়ার পরে ওই তিনজনকে আগরতলার জিবি পন্থ হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। এই নিয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে।’

তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিক , সোনা চরণ জামাতিয়া বলেন, ‘ মহারানীপুর এলাকাতে একটি গাড়িতে ওই তিনজন ছিল। তারা এদিকে সেদিকে তাকাচ্ছিল তা দেখেই গ্রামের লোকজন সন্দেহ করে যে তারা গবাদি পশু চুরি করতে এসেছে। তাঁরাই তাদেরকে তাড়া করে পিটিয়ে মেরেছে। আমরা প্রাথমিক তদন্তে জেনেছি যে ওই এলাকার চম্পাহর থানার একটি গ্রাম থেকে কিছু গরু চুরি হয়েছে। এই চুরির সঙ্গে ওই তিনজন যুক্ত ছিল না তাও আমরা খতিয়ে দেখছি।’ যে এলাকাতে এই গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে সেটি কল্যাণপুর থানার এলাকাতে। ওই থানাতেই একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পরের খবর

North east indiaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল