অ্যাপশহর

Russia Ukraine News: মুহুর্মুহু আছড়ে পড়ছে মিসাইল, দেশে ফেরার আর্তি উত্তর-পূর্বের পড়ুয়াদের

Russia Ukraine Conflict: যুদ্ধবিধ্বস্ত দেশে আটকে প্রায় ১৮ হাজার ভারতীয়। তার মধ্যে দেশের উত্তর-পূর্বের (North-East) বহু বাসিন্দাও রয়েছেন। চিন্তা ও উদ্বেগে তাদের অভিভাবক -পরিজনেরা...উদ্বেগ প্রকাশ করেছেন ওই সব Assam, Meghalaya, Manipur, Sikkim রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। ওই পড়ুয়াদের নিরাপত্তার জন্য এবং তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছেও আবেদন জানিয়েছেন তাঁরা।

Lipi 25 Feb 2022, 5:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে আটকে পড়েছে উত্তর-পূর্ব ভারতের অনেক পড়ুয়া (North-East Student Stuck in Ukraine)। তাঁদের অনেকেই মেঘালয়, অসম এবং সিকিমের। ফলে এই সব পড়ুয়াদের জন্য বাড়ছে চিন্তা। উদ্বেগ প্রকাশ করেছেন ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। ওই পড়ুয়াদের নিরাপত্তার জন্য এবং তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছেও আবেদন জানিয়েছেন তাঁরা।
EiSamay.Com indians stuck in ukraine twitter
Photo: Twitter/ @Bigil_Lakshmana


বৃহস্পতিবারই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া (Ukraine Russia War)। রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin সেখানে military operation চালানোর ঘোষণার পরেই আক্রমণ করে রাশিয়ার সেনা। ব্যাপক ক্ষতি হয়েছে ইউক্রেনে ।ইতিমধ্যেই মারা গিয়েছেন অনেকেই। মৃতের সংখ্যা বাড়ছে।

আর এরই মধ্যে সেখানে পড়তে গিয়ে আটকে পড়ছেন ভারতের অনেকেই (Indians Struck in Ukraine)। তাঁদের মধ্যে একটি বড় অংশ উত্তর-পূর্ব ভারতের। এদের মধ্যে আছেন মেঘালয়ের অনেক পড়ুয়া। মেঘালয়ের মুখ্যমন্ত্রী Conrad Sangma এই নিয়ে উদ্বিগ্ন । তিনি জানান, ভারতের সব নাগরিক , বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের পড়ুয়া যারা ইউক্রেনে আটকে পড়েছেন তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য তিনি আবেদন করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী S Jaishankar-র কাছে। টুইট করে তিনি লেখেন, “মেঘালয়ের অনেক পড়ুয়া ইউক্রেনে আটকে পড়েছে। তাঁদের ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর কাছে আবেদন করেছি। আমি সেখানে সবার নিরাপদে থাকার জন্য প্রার্থনা করছি।” এদিকে ইউক্রেনের রাজধানী Kyiv-এর ভারতীয় দূতাবাস জানিয়েছে তাঁরা প্রায় ২০০ জন পড়ুয়ার থাকার ব্যবস্থা করেছে। সেখানের দূতাবাসের (Indian Embassy) কাছে একটি স্কুলে রাখা হয়েছে তাঁদের।

আরেক দিকে, অসমের প্রায় ১০০ জন পড়ুয়া ইউক্রেনে গিয়ে আটকে পড়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma। অসমের মুখ্যমন্ত্রী জানান, যে ১০০ জন আটকে পড়েছে তাঁরা প্রায় সবাই মেডিক্যাল পড়ুয়া। তিনিও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে ওই পড়ুয়াদের নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি জানান, “ অসমের (Assam) যে সব পড়ুয়া ইউক্রেনে আটকে পড়েছে তাঁদের নিরাপত্তার জন্য আমরা উদ্বিগ্ন। আমরা এই নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছি বিদেশ মন্ত্রকের সঙ্গে।”

Ukraine-এ আটকে থাকা ভারতীয়দের Airlift? ব্লু প্রিন্ট ছকছে মোদী সরকার

যোগাযোগ করার কথা বলেছেন সিকিমের মুখ্যমন্ত্রী Prem Singh Tamang । তিনি জানান, ইউক্রেনে যারা আটকে পড়েছেন তারা মুখ্যমন্ত্রীর দফতের মুখ্য জনসংযোগ আধিকারিক Ratnamani Pradhan-র সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই জন্য একটি নম্বর (+91 97351 23333) দেওয়া হয়েছে। এই ছাড়াও procmo.sikkim@gmail.com যোগাযোগ করতে পারেন তাঁরা। কেন্দ্রের সঙ্গেও এই নিয়ে যোগাযোগ রাখা হচ্ছে সিকিমের তরফে।

এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে , ইউক্রেনে যে সব ভারতীয় নাগরিক এবং ছাত্র আটকে আছে তাঁদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু রাশিয়ার হামলার পরে ইউক্রেনে সব বিমান বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বিকল্প ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

পরের খবর

North east indiaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল