অ্যাপশহর

MLA হস্টেল ভর্তি, বিধায়কদের বাড়ি খুঁজে নিতে বললেন স্পিকার

বিধায়কদের জন্য ভাড়া বাড়ির ব্যবস্থা... শুধু তাই নয় বাড়ি ভাড়া বাবদ যে টাকা বিধায়কদের দেওয়ার ঘোষণা হয়েছে তা শুনেই চক্ষু চড়কগাছ... এই নির্দেশ এখন থেকেই কার্যকর করা হচ্ছে...

Lipi 24 Jun 2021, 4:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আপনি কি ভাড়াবাড়িতে থাকেন? তার ভাড়া কত? একটু আয়েস করে থাকার জন্য অনেকেই একটু বড় আকারের বাড়ি ভাড়া হিসাবে নিয়ে থাকেন। তাই বলে এক মাসে বাড়ি ভাড়া বাবদ ভাতা হিসাবে পাওয়া যাবে , প্রতি মাসে, ২৫ হাজার টাকা! হ্যাঁ, ২৫ হাজার টাকাই। এমনই ঘোষনা করেছেন অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দইমারি (Biswajit Daimary)।
EiSamay.Com money cash


অসম বিধানসভার (Assam Legislative Assembly) স্পিকার জানিয়েছেন, যে সব বিধায়ক সেখানের এমএলএ কলোনিতে থাকার জন্য ‘সরকারি থাকার জায়গা’ পান নি, সেই সব বিধায়করা এখন থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে পাবেন বাড়িভাড়া বাবদ, যাতে তারা রাজধানী শহরে থাকার জন্য ঘরের ব্যবস্থা নিজেরাই করে নিতে পারেন।

অসম বিধানসভায় সদস্য সংখ্যা ১২৬। এই বিধায়কদের থাকার জন্য সরকারি বাসস্থানের ব্যবস্থা করেছে সরকার। গড়ে তোলা হয়েছে ‘কলোনি’। কিন্ত অনেক বিধায়কই শপথ গ্রহণের আগে সেখানে এই নবনির্মিত বাংলো বা থাকার জায়গা পান নি। এই নিয়ে অনেক বিধায়কের মনেই ক্ষোভ ছিল। সেখানে ঘর না পাওয়ার পরেও অনেক বিধায়কের জন্য, তাদের পছন্দমত, বাড়ি দেওয়ার কোনও ব্যবস্থা করা হয় নি বলে অসন্তোষ প্রকাশ করেন বেশ কয়েকজন বিধায়ক। তারপরেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, এই সব বিধায়কেরা যাতে নিজেরাই থাকার ব্যবস্থা করে নিতে পারেন সেই জন্য একটি ভাতা দেওয়া হবে।

নির্বাচিত বিধায়কদের মধ্যে এই নিয়ে দ্বন্দ শুরু হলে আসরে নামতে হয় খোদ বিধানসভার স্পিকারকে। তিনি এই দ্বন্দ এবং সমস্যা মেটানোর উপায় বাতলে দিয়ে জানান, যারা নবনির্মিত কলোনিতে থাকার জন্য ঘর পান নি, সেই সব বিধায়করা প্রতিমাসে বাড়িভাড়া ভাতা পাবেন এবং এই নির্দেশ এখন থেকেই কার্যকর করা হচ্ছে।

পরের খবর

North east indiaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল