অ্যাপশহর

'টিকা নয়, করোনা রুখবেন প্রভু যীশু', গির্জার যাজকের মন্তব্য ঘিরে তোলপাড়

করোনা মোকাবিলায় টিকাকরণে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ থেকে মোদী সরকার... এমন অবস্থায় যাজকের কথায় প্রভাবিত হয়ে ওই এলাকার অনেকেই টিকা নিতে যাচ্ছেন না বলে খবর ...

Lipi 22 Jun 2021, 5:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রভু যীশুই ত্রাণকর্তা। তিনিই বাঁচাবেন। তাই করোনার টিকা নিতে যাওয়ার কোনও দরকার নেই। চিকিৎসকরা যখন বলছেন করোনার হাত থেকে বাঁচতে এখন টিকাই ভরসা এবং সবাইকে এই টিকা দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার, সেই সময় মেঘালয়ের খাসি এবং জয়ন্তী পাহাড় এলাকাতে (Khasi and Jaintia Hills ) এই ভাবেই মানুষকে টিকা নিতে যা যাওয়ার কথা প্রচার করছেন একজন যাজক বলে অভিযোগ।
EiSamay.Com covid vaccine injection


যে সময় উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম সহ বিভিন্ন রাজ্যে স্বাস্থ্য দফতরের কর্মীরা প্রত্যন্ত পাহাড়ি এলাকাতে গিয়ে মানুষকে করোনার টিকা দিয়ে আসছেন, সেই সময় খাসি এবং জয়ন্তী পাহাড় এলাকাতে যাজক ফাওয়া (Pastor Phawa) তাঁর অনুগামীদের বোঝাচ্ছেন যে, ‘ঈশ্বরই বাঁচাবেন তাই করোনার টিকা নিতে যাওয়ার কোনও প্রয়োজন নেই’। ওই এলাকাতে তাঁর যথেষ্ট প্রভাব আছে। আর এই যাজকের কথায় প্রভাবিত হয়ে ওই এলাকার অনেকেই টিকা নিতে যাচ্ছেন না।

যেমন, ওই এলাকার জংকশা ওয়াসংনং (Jongksha Wahshnong) গ্রামের এক মহিলা জানিয়েছেন, ‘আমি কোনও ভাবেই ওই টিকা নিতে যাব না। আমাদের বাড়ির কেউই টিকা নিতে যাবে না। কারণ প্রভু যীশু আমাদের বাঁচাবেন, আমরা অসুস্থ হলে তিনিই আমাদের সুস্থ করে তুলবেন।’

এই এলাকার স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক জানিয়েছেন, ওই গ্রামে প্রায় ৩০ টি পরিবার আছে যারা পোলিও টিকা নিতেও আসেনি এবং অসুস্থ হলেও কেউ ওষুধ নিতেও আসেন না। খাসি জয়ন্তী পাহাড়ের এই এলাকার একটি গ্রামে করোনার প্রকোপ বাড়ার পরে সেটিকে ‘কনটেনমেন্ট জোন’ হিসাবে চিহ্নিত করার পরেও প্রায় ২ হাজার বাসিন্দার মধ্যে মাত্র ৪০০ জন করোনা পরীক্ষা করতে আসেন। এমনই প্রভাব ওই এলাকাতে ওই যাজকের কথার।

বিদেশ নয়, খাস ভারতে টিকা নিলেই মিলছে কেনাকাটায় বিশাল ছাড় সহ বহু সুযোগ

স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানান, প্রায় সাতটি জেলা আছে ওই এলাকাতে এবং সেখানে ফাওয়ার যথেষ্ট প্রভাব আছে এবং তাঁর কথা শুনে বহু মানুষ টিকা নিতে আসেন নি এবং সেখানে টিকা দেওয়ার হার অনেক কম। এদিকে মেঘালয় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রধান সচিব সম্পৎ কুমার জানিয়েছেন, সবাই যাতে নিজের এবং তাঁর পরিবারের জীবন বাঁচাতে টিকা নিতে আসেন তার জন্য সবাইকে বলা হবে এবং প্রচার করা হবে। ওই এলাকার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কাছে থেকে এই বিষয়টি কানে এসেছে মেঘালয়ের স্বাস্থ্যমন্ত্রী এ এল হেক (A.L. Hek) -র । তিনি জানিয়েছেন, ‘ওই এলাকার প্রত্যন্ত গ্রামে ঘোরার সময় এই বিষয়টি আমি শুনেছি। ওই যাজকের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।’

শুধুমাত্র তাই নয়, এর আগেই ওই যাজক এলাকার লোকজনকে সরকারি সুযোগ সুবিধা নিতে মানুষকে বারণ করেন এবং আধার কার্ডের নম্বর নিতে নিষেধ করেন বলেও অভিযোগ। কারণ তিনি এলাকার লোকদের বোঝান , খ্রিষ্টান ধর্মের মতে একমাত্র শয়তান (devil) এই রকম ভাবে সবার নাম্বার বা সংখ্যা দেয়।

পরের খবর

North east indiaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল