অ্যাপশহর

রাজ্য সীমান্তে আদিবাসী মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে অসম, অভিযোগ মিজোরামের

Mizoram রাজ্যের অভিযোগ, আন্ত-রাজ্য সীমান্তে আদিবাসীদের ওপরে অত্যাচার করছে অসম.... এতে তাদের মানবাধিকারেও আঘাত করা হচ্ছে.... Assam-এর জবাব আরও বিস্ফোরক...

Lipi 25 Jul 2021, 2:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিবাদ মিটিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই সময়েই অসম এবং মিজোরাম সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হল। মিজোরাম রাজ্যের অভিযোগ, আন্ত-রাজ্য সীমান্তে আদিবাসীদের ওপরে অত্যাচার করছে অসম। তাদের মানবাধিকারেও আঘাত করা হচ্ছে।
EiSamay.Com bulldoger


এই নিয়ে মিজোরামের কোলাসিব জেলার ডেপুটি কমিশনার H Lalthlangliana চিঠি দিয়েছেন অসমের কাছাড় জেলার আধিকারিককে। ওই চিঠিতে তাঁর অভিযোগ, মিজোরাম রাজ্যের এলাকার মধ্যে থাকা এলাকাতে অসমের আধিকারিকরা রাস্তা বানানোর কাজ শুরু করে। ১০ তারিখে, এই নিয়ে এলাকার আদিবাসী মানুষরা প্রতিবাদ জানালে, পুলিশ তাদের ওপরে অত্যাচার করে। রাস্তার নামে , সীমান্তে বসবাসকারী মিজো উপজাতির মানুষের জমির ফসল নষ্ট করা হয়। আদিবাসী মানুষের ওপরে পুলিশের এই অত্যচার নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন এবং তপশিলি জাতি জাতীয় কমিশনকেও অভিযোগ করেছে মিজোরাম। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে Assam। অসমের দাবি, তারা নিজের এলাকাতেই রাস্তা তৈরি করছে।

অসম পুলিশের স্পেশাল ডিজি জিপি সিং জানান, জাতীয় মানবাধিকার কমিশন এবং তপশিলি জাতি জাতীয় কমিশন তাঁদের কাছে জানতে চাইলে তখন তার জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘আসল কথা হল জবরদখল করা। প্রতিটি রাজ্যের নিজস্ব, সংবিধান স্বীকৃত এলাকা আছে এবং মিজোরাম রাজ্যই অসমের জায়গা দখল করে সেখানে কাজ করতে শুরু করে।’

পরের খবর