অ্যাপশহর

নাগাল্যান্ড থেকে AFSPA প্রত্যাহার নিয়ে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত শাহর

Nagaland থেকে AFSPA প্রত্যাহার নিয়ে Amit Shah-এর সঙ্গে বৈঠক। অবশেষে বৈঠক শেষে মিলল আশার আলো। AFSPA বাতিল করা নিয়ে সিদ্ধান্ত তুলে দেওয়া হল বিশেষ কমিটির হাতে...

Lipi 26 Dec 2021, 5:44 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : নাগাল্যান্ড রাজ্য থেকে বিতর্কিত Armed Forces (Special Powers) Act বাতিল করা নিয়ে কেন্দ্র একটি বিশেষ কমিটি গঠন করেছে। এবার সেই রাজ্য থেকে AFSPA বাতিল করা নিয়ে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। ওই আইন বাতিল করার দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার পরে এই কথা জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।
EiSamay.Com afspa repeal


চলতি মাসে নাগালান্ডে মন জেলার ওটিং গ্রামে সেনার গুলিতে ১৪ জন মারা যাওয়ার পরে এই আইন বাতিল করার দাবি জোরদার হয়েছে সেই রাজ্যে। ওই আইন বাতিল করার পক্ষে সওয়াল করেছেন Neiphiu Rio নিজেও। ওই আইন বাতিল করা নিয়ে ইতিমধ্যেই প্রস্তাব গৃহীত হয়েছে নাগাল্যান্ডের বিধানসভাতেও। তারপরেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার ওই বৈঠক হয়। সেই বৈঠকে হাজির ছিলেন সেই রাজ্যের উপ মুখ্যমন্ত্রী Y Patton এবং NPF দলের নেতা TR Zeliang। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি NEDA-র আহ্বায়ক, তিনিও ছিলেন সেখানে।

টুইট করে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন জেলাতে সেনার গুলিতে নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর পরে এলাকার মানুষের মনোভাবের কথা তিনি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তারপরেই অমিত শাহ্‌জী খুব গুরুত্ব সহকারে এই দাবিটি দেখা হবে বলে জানিয়েছেন। এই আইন বাতিল করা নিয়ে একটি কমিটি করার কথাও জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই ওই টুইটে তিনি রাজ্যের সব বাসিন্দাকে শান্তি বজায় রাখার জন্যও আবেদন করেছেন।

২ বছরে হয়নি কোনও বিচার-জেলেই প্রসব, অবশেষে জামিনে মুক্ত মেঘালয়ের মহিলা

শুধুমাত্র নাগাল্যান্ড নয়, উত্তরপূর্ব ভারতের অন্য রাজ্য থেকেও AFSPA বাতিল করার দাবি উঠেছে। এই নিয়েও প্রস্তাব গ্রহণ করা হয়েছে নাগাল্যান্ড বিধানসভায়। আগেই নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী বলেছিলেন , নাগাল্যান্ডের মানুষ ওই কঠোর এবং কালা আইনের বিলোপ চান। এটা প্রত্যহার হওয়া উচিত। AFSPA বাতিল করার পক্ষে সওয়াল করেছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী করনাড সাংমাও। জানা গিয়েছে, ওই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন গুলিতে যারা মারা গিয়েছেন তাঁদের পরিবারের অন্তত একজনকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে।

চলতি মাসের ৪ তারিখে, ওটিং গ্রামের কাছে জঙ্গিদের খোঁজে অভিযান চালাচ্ছিল সেনা। সেই সময়ে ওই রাস্তা দিয়েই একটি গাড়িতে বাড়ি ফিরছিলেন কয়েকজন। সেই গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সেনা। সেনার দাবি, ওই গাড়িতে থাকা লোকজনকে জঙ্গি ভেবে ভুল করে গুলি চালানো হয়েছিল। তারপরেই ওই আইন বাতিল করার দাবিতে লাগাতার আন্দোলন শুরু করে সেখানের আদিবাসী জনজাতির লোকজন। ওই এলাকার বাসিন্দারা সেনার সঙ্গে কোনও সহযোগিতা করবেন না বলে জানিয়েছেন। সেই সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে মিথ্যা বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা। এই জন্য অমিত শাহ্‌কে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন এলাকার লোকজন।

ওই ঘটনার পরে সেই এলাকাতে এখন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান বন্ধ আছে । গুলি চালানোর ঘটনার জন্য court of inquiry-র নির্দেশ দিয়েছে সেনা। একজন মেজর জেনারেল পদের আধিকারিককে দিয়ে ওই তদন্ত করানো হচ্ছে বলে জানানো হয়েছে।

পরের খবর

North east indiaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল