অ্যাপশহর

'গোবর-গোমূত্রে করোনার চিকিৎসা হয় না', ফেসবুকে লিখে শ্রীঘরে সমাজকর্মী, ছাড়া পেলেন সুপ্রিম নির্দেশে

ফেসবুকে BJP নেতাদের সমালোচনা করে জেলে যেতে হয়েছিল মনিপুরের এক সমাজকর্মী ইরেনড্রো লেইচোম্বামকে... আদালত জানায়, তাঁকে যে কারণে আটকে রাখা হয়েছে সেটা সংবিধানের ২১ ধারার পরিপন্থী...

Lipi 20 Jul 2021, 5:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এক ফেসবুক পোস্টের কারণে সোজা শ্রীঘর যাত্রা সমাজকর্মীর। গোমূত্র ও গোবরের কার্যকারিতা নিয়ে Facebook পোস্ট লিখেই বিপাকে পড়েন মনিপুরের সমাজকর্মী ইরেনড্রো লেইচোম্বাম। পোস্টে তিনি লিখেছিলেন, ‘গোবর এবং গোমূত্রে করোনার চিকিৎসা হয় না। সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানেই করোনা নির্মূল হয়।’ আর এতেই শ্রীঘরে যাত্রা সমাজকর্মীর। জেলে যাওয়ার দুমাস পরে, সুপ্রিম কোর্টের নির্দেশ , সোমবার মুক্তি পেলেন Erendro Leichombam। তাঁকে ধরে রাখা হয়েছিল মনিপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে।
EiSamay.Com Erendro manipur activist


এদিনই সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় এবং বিচারপতি এম আর শাহ্‌-র বেঞ্চ বিকাল ৫ টার মধ্যেই ৪০ বছর বয়সী ইরেনড্রোকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আদালত জানায়, তাঁকে যে কারণে আটকে রাখা হয়েছে সেটা সংবিধানের ২১ ধারার পরিপন্থী। করোনা নিরাময়ে গোবর এবং গোমূত্র কার্যকর বলে BJP নেতা যে মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে একটি ফেসবুক পোস্ট করেন তিনি। তার পরেই তাঁকে মে মাসের ১৩ তারিখে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে National Security Act (NSA) ধারা দেওয়া হয়।

মনিপুরের BJPর সভাপতি করোনার কারণে মারা যাওয়ার পরেই তিনি ফেসবুকে লেখেন, ‘The cure for Corona is not cow dung and cow urine. The cure is science and common sense. Professor ji RIP’। করোনার প্রতিষেধক নিয়ে BJP নেতারা যে কথা বলেন তার সমালোচনা করার কারণেই তাঁকে ধরা হয়।

এদিন সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহেতা বিষয়টি নিয়ে মঙ্গলবার শুনানির জন্য বললেও আদালত তা মানতে চায় নি। এদিন জেল থেকে মুক্তি পাওয়ার পরেই Erendro জানান, জেলে ভালো সময় কেটেছে তাঁর। লিখে এবং বই পড়ে সময় কাটিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মনিপুরের মানুষ, পরের বার নির্বাচনের আগে এই বিষয়টি মাথায় রাখবেন এবং যে ভাবে সরকার আইনের অপব্যবহার করছে সেটাও মনে রাখবেন। আমি যে কথা বলেছি সেটা সরকারে যারা আছেন তাদের পছন্দ না হলে যে কেউ জেলে যাবেন। ’

পরের খবর

North east indiaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল