অ্যাপশহর

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! বিদেশি মদের দাম বাড়ছে Meghalaya-তে

Meghalaya রাজ্যে এবার বাড়তে চলেছে মদের দাম (Alcohol Price Rise)। জানা গিয়েছে রাজ্যে রাজস্ব কর চাপানো হচ্ছে মদের (Alcohol) উপর ফলে। বিদেশি মদের (Foreign Liquor) দাম রাতারাতি বাড়বে ওই রাজ্যে। পকেটে চান পড়তে চলেছে মেঘালয়ের (Meghalaya) সুরাপ্রেমীদের। কী জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী সি কে সাংমা (Meghalaya Chief Minister Cornad K Sangma)? জেনে নিন বিস্তারিত...

Produced byরূপসা ঘোষাল | Lipi 25 May 2022, 11:46 pm
মেঘালয় (Meghalaya) রাজ্যের সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। বাড়ছে বিলিতি মদের (Foreign Liquor) দাম। এবার থেকে বিদেশি মদ পান করতে হলে বাড়তি টাকা গুনতে হবে মেঘালয়ের বাসিন্দাদের। কারণ মদের দামের উপর কর বাড়াচ্ছে রাজ্য প্রশাসন। বুধবার ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী সি কে সাংমা (Cornad K Sangma)। সেখানে ভারতে তৈরি বিদেশি মদ (IMFL)-এর দামের উপর এক থেকে নয় শতাংশ রাজস্ব কর বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
EiSamay.Com foreign liquor
প্রতীকী ছবি।


''ইতালির চশমা খুলে রেখে ভারতীয়টা পরলেই উন্নয়ন দেখতে পারবেন'', Rahul Gandhi-কে খোঁচা Amit Shah-র
মেঘালয়ের মুখ্যমন্ত্রী বলেন , "আশেপাশে অন্য রাজ্যে IMFL মদের দাম বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমাদের রাজ্যেও এই মদের 'Recategorisation' করা হয়েছে । এর ফলে মেঘালয়ের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।" তিনি জানিয়েছেন যে এর ফলে বছরে মেঘালয়ের অতিরিক্ত রাজস্ব আদায় বৃদ্ধি পাবে প্রায়২৫ কোটি টাকা। ওই রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন ব্র্যান্ডের মদের ওপর এক থেকে নয় শতাংশ কর বৃদ্ধি করা হচ্ছে।

Assam Flood পরিস্থিতির মোকাবিলা করার জন্য কেন্দ্রের বরাদ্দ এক হাজার কোটি টাকা
অন্যদিকে, বুধবার ওই ক্যাবিনেট বৈঠকে মেঘালয়ের মুখ্যসচিবের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। সেখানের Personnel Department-এর প্রস্তাব অনুসারে মুখ্যসচিবকে সেক্রেটারিয়েটে Superintendent, Under- Secretary এবং Deputy Secretary নিয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে। আগে এই নিয়োগগুলি করতেন রাজ্যপাল।

এর পাশাপাশি উত্তর-পূর্ব বিদ্যুৎ কর্পোরেশনের (North East Electric Power Corporation Limited) আবেদন মেনে নেওয়া হয়েছে ওই বৈঠকে। সেখানে ইমিউ (Umiew) নদীতে যে জলবিদ্যুৎ প্রকল্প করা হয়েছে তাতে প্রথম প্রথম পর্যায়ে ৫০ মেগাওয়াট (50 MW) ও দ্বিতীয় পর্যায়ে ১০০ মেগাওয়াট (100 MW) ব্যবহারের ক্ষেত্রে এক লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে ঠিক হয়েছে ।
লেখকের সম্পর্কে জানুন
রূপসা ঘোষাল
যাদবপুর বিশ্বিদ্যালয়ের জোড়া পোস্ট গ্র্যাজুয়েট শংসাপত্রের পাশাপাশি মাঠে নেমে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেছে রূপসা ঘোষাল। লালবাজার থেকে আলিমুদ্দিন আবার কখনও জ্বলন্ত বাগরি মার্কেট থেকে ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজ, রূপসার রয়েছে পঞ্চায়েত-বিধানসভা-লোকসভা নির্বাচন কভার করার অভিজ্ঞতাও। একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অভিজ্ঞতার পাশাপাশি গত ২ বছরেরও বেশি সময় ধরে এই সময় ডিজিটালে কাজ করার সুবাদে ডিজিটাল সংবাদমাধ্যমে তাঁর অনায়াস বিচরণ। ডিজিটাল কনটেন্ট প্রোডিউসার হিসেবে রাজনৈতিক, সামাজিক এবং ডিজিটাল দুনিয়ায় উপযোগী খবর কিউরেট করতে তিনি পারদর্শী। বহুচর্চিত বিষয় ছেড়ে তিনি ভিন্ন স্বাদের খবর করতে বিশেষ উৎসাহী। অবসর যাপনে পছন্দ করেন ভ্রমণ, গান ও ডিজিটাল বিনোদনে সময় দিতে।... আরও পড়ুন

পরের খবর