অ্যাপশহর

ফের ভূমিকম্প! রিখটার স্কেলে তীব্রতা ৩.১

ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ভারতীয় ভূখন্ড। সকালেই দিল্লিতে (Delhi) ভূমিকম্প হয়েছিল। এবার কেঁপে উঠল অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং মণিপুর (Manipur)। বিস্তারিত পড়তে ক্লিক করুন...

EiSamay.Com 20 Jun 2021, 4:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসম রাজ্য সহ উত্তর পূর্ব ভারতের একটি বড় অংশ। রবিবার সকালেই আবার কেঁপে উঠল এই এলাকা। এদিন পরপর ভূ কম্পন অনুভুত হয় অরুণাচল প্রদেশ এবং মনিপুর রাজ্যে।
EiSamay.Com Earthquake
প্রতীকী ছবি


ন্যাশনাল সেন্টার ফর সেসমলজি (National Centre for Seismology) জানিয়েছে, এদিন প্রথম ভূমিকম্প অনুভূত হয় অরুণাচল প্রদেশের পাঙ্গিং (Pangin) এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১। মাটি থেকে ১৭ কিলোমিটার নীচে এর উৎসস্থল। পাঙ্গিং-এর উত্তর – উত্তর পশ্চিমে ৯৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে।

এদিন অন্য ভূমিকম্পটি হয় মনিপুরের উকরুল (Ukrul) জেলাতে। সেখানে ৩.৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। মাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার নীচে এর উৎস এবং এই কম্পন শিউড়ির (Shirui) ২০ কিমি উত্তর পশ্চিমে আঘাত হানে।

ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, আতঙ্কে রাস্তায় মানুষ
তবে পর পর এই দুটি কম্পন হলেও কোনও ক্ষয়ক্ষতি হয় নি বলেও জানানো হয়েছে।

পরের খবর

North east indiaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল