অ্যাপশহর

ব্রত রক্ষায় বোতল দিয়ে নৌকা বানিয়ে ব্রহ্মপুত্র পাড়ি

দূষণের মূল কারণ প্লাস্টিক... সেই প্লাস্টিকই এখন নদীর জলে বিষ... প্লাস্টিক মুক্ত দুনিয়া গড়ার স্বপ্ন নিয়েই অভিনব উদ্যোগ অসমের যুবক... মানুষকে সচেতন করতে প্লাস্টিকই হল হাতিয়ার...

Lipi 21 Jun 2021, 4:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মানুষ বেড়াতে গিয়ে, ব্রহ্মপুত্র নদের ধারে ফেলে দিচ্ছে প্লাস্টিকের জলের বোতল। সেখানে জমে গিয়েছে বোতলের স্তুপ। এতে যেমন নদের পার নোংরা হচ্ছে, তেমনই দূষিত হচ্ছে ব্রহ্মপুত্র। এবার এই নিয়ে মানুষকে সচেতন করতে এবং ব্রহ্মপুত্র নদকে ‘প্লাস্টিক মুক্ত’ রাখার ব্রত নিয়ে একটি অভিনব পদ্ধতি নিতে চলেছেন অসমের ডিব্রুগড় এলাকার উদ্যোগী যুবক ধীরাজ বিকাশ গগৈ।
EiSamay.Com plastic bottle boat


অসমের এই যুবক প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করেছেন একটি বিশেষ নৌকা। যেটা নিয়ে তিনি ভাসবেন ব্রহ্মপুত্র নদে, ডিব্রুগড় (Dibrugarh) থেকে মাজুলি দ্বীপ (Majuli island) পর্যন্ত। একটাই বার্তা নিয়ে এই নৌকা নিয়ে ভাসবেন। যেন এই নদ থাকে প্লাস্টিক মুক্ত। এই বিশেষ নৌকা তৈরি। কিন্তু কবে তিনি তাঁর এই সচেতনতা যাত্রা শুরু করবেন তা এখনও ঠিক হয় নি।

এখন অসম রাজ্যেও করোনার কারণে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। এই বিধিনিষেধ উঠলেই তিনি এই বিশেষ নৌকা নিয়ে পাড়ি জমাবেন বলে জানিয়েছেন ধীরাজ। ব্রহ্মপুত্র (Brahmaputra) নদের ধারে বেড়াতে এসে, পিকনিক করতে এসে অনেকেই ফেলে দিয়ে যায় প্লাস্টিকের জলের বোতল। এর ফলে এই নদ যেমন নোংরা হচ্ছে, দূষিত হচ্ছে, তেমনই সেখানের ‘ইকো সিস্টেম’ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই রকম ভাবে পড়ে থাকা প্রায় ২ হাজারটি বোতল সংগ্রহ করে তার মধ্যে থেকে ১৬০০ টি বোতল ব্যবহার করে এই বিশেষ নৌকাটি বানিয়েছেন এই যুবক। এই জন্য সময় লেগেছে প্রায় ৪৫ দিন। ধীরাজ জানান, নৌকার আদল বানাতে ওই প্লাস্টিকের বোতলগুলি ব্যবহার করা হয়েছে। আর বোতলগুলি বাঁধার জন্য জৈব পদ্ধতিতে বানানো আঠা এবং দড়ি ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, ‘এটি প্রায় ১১ ফুট লম্বা এবং ৪ ফুট চওড়া। এটি ওজন ৪৫ কেজি এবং ৬ জন মানুষকে স্বচ্ছন্দে বহন করতে পারবে। আমরা এই নৌকার বহন ক্ষমতা পরীক্ষা করার জন্য আমরা এই ব্রহ্মপুত্র নদে প্রায় ১০ কিলোমিটার ঘুরে এসেছি। কেউ যাতে এই ভাবে বোতল না ফেলে এবং ব্রহ্মপুত্র নদে পরিষ্কার রাখে সেই বার্তা নিয়েই আমরা এই নৌকা নিয়ে পাড়ি দেব। এর ফলে কি ক্ষতি হয় তাও আমরা সবাইকে বোঝাবো’ বলেও জানান ধীরাজ।

পরের খবর

North east indiaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল