অ্যাপশহর

হিন্দু ছেলে ঠকিয়ে বিয়ে করলে ‘লাভ জিহাদ’, আইন প্রণয়নের পথে অসম

কোনও পুরুষই ছলনার আশ্রয় নিয়ে বা তথ্য গোপন করে বিয়ের নামে কোনও মহিলাকে প্রতারিত করতে পারে না... অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানালেন আইনের চোখে ধর্ম নির্বিশেষে সবাই সমান...

Lipi 11 Jul 2021, 10:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সবার জন্য সমান আইন। বিশেষ কোনও ধর্মের জন্য ‘love jihad’ আইন নিয়ে আসা হচ্ছে না। এই আইন প্রযোজ্য হবে হিন্দু ধর্মের যুবকদের ক্ষেত্রেও। যাতে কোনও পুরুষই ছলনার আশ্রয় নিয়ে বা তথ্য গোপন করে বিয়ের নামে কোনও মহিলাকে প্রতারিত করতে না পারে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিলেন কোনও হিন্দু ঘরের ছেলে প্রতারণা করে কাউকে বিয়ে করে তাহলেও সেটাও তাঁর মতে ‘লাভ জিহাদ’ এবং এই আইনের জন্য তাকেও শাস্তি পেতে হবে।
EiSamay.Com love jihad


অনেক ক্ষেত্রেই লাভ জিহাদের মানে হল, কোনও হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করে বা প্রেমের জালে ফাঁসিয়ে তার ধর্মান্তর করা। বেশিরভাগ ক্ষেত্রেই এই অভিযোগ গিয়ে পড়ে কোনও কোনও মুসলিম ধর্মালম্বী ছেলের ওপরে। ‘লাভ জিহাদ’ বিতর্ক নতুন নয়। মাঝেমধ্যেই বিতর্ক হয়। ‘লাভ জিহাদ’ রুখতে ইতিমধ্যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং গুজরাত সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।

এবার অসমেও আসছে ‘লাভ জিহাদ’ আইন। বর্তমান অসম সরকারের দু'মাস পূর্তিতে, সাংবাদিক সম্মেলন করে অসমের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এই রাজ্যে যে আইন নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে অনেক উদার। যে আইন নিয়ে আসা হচ্ছে তাতে বিয়ের আগে বর এবং কনেকে তাদের ধর্ম, আয়ের উৎস সহ বিভিন্ন বিষয় জানাতে হবে।

Assam Chief Minister Himanta Biswa Sarma বলেন, 'লাভ জিহাদ' মানে এই নয় যে কোনও হিন্দুর সঙ্গে একজন মুসলিম প্রতারণা করছে, এটা হিন্দুদের মধেও হতে পারে এবং যদিও কেউ কাউকে প্রতারণা করে বিয়ে করে তাহলে সেটা, আমার মতে, একধরনের লাভ জিহাদ।’

এই সঙ্গেই বলেন, ‘আমরা নির্দিষ্ট ভাবে লাভ জিহাদ বলে কোনও শব্দবন্ধকে ব্যবহার করতে চাইছি না৷ কারণ আমরা মনে করি একজন হিন্দুরও আর একজন হিন্দুকে ঠকানোর অধিকার নেই৷ একজন মুসলিম পুরুষ, একজন হিন্দু মহিলাকে ঠকিয়ে বিয়ে করলেই সেটা লাভ জিহাদ নয়৷ আমার মতে কোনও হিন্দুও যদি ছলনার আশ্রয় নিয়ে কোনও হিন্দু মহিলাকে বিয়ে করে, তাহলে সেটাও জিহাদ৷ বিয়ের নামে যে কোনও ধরনের প্রতারণা বন্ধ নিশ্চিত করতেই কড়া আইন আনা হবে৷ প্রতারকদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এই আইন শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে হবে না।’ আগেই ঘোষণা করা হয় যে , ‘ মহিলাদের ক্ষমতায়নের’ জন্য ‘লাভ জিহাদ’ বিরোধী বিল আনা হবে।

পরের খবর

North east indiaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল