অ্যাপশহর

'জোটে গেলে মানতে হবে এই শর্ত', কুণালের সঙ্গে সাক্ষাতের পরই জানালেন ত্রিপুরার মহারাজ

বছর দুয়ের মাথায় ফের নির্বাচন... ত্রিপুরা রাজ্যে এখন আবার গ্রেটার তিপ্র‍্যাল্যান্ডের দাবি মাথাচাড়া দিচ্ছে... এই দাবি উঠেছে কিশোর মাণিক্যের নেতৃত্বেই... Kunal Ghosh-এর সঙ্গে সাক্ষাতের পর জোট জল্পনায় সরগরম...

Lipi 7 Aug 2021, 12:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: যে কোন দলের সঙ্গেই তিনি জোট বাঁধতে পারেন। এই নিয়ে তাঁর কোনও ছুৎমার্গ নেই। কোনও আপত্তিও নেই। তবে একটি বিশেষ শর্ত আছে। তাঁর সেই শর্ত মানলেই যে কোনও দলের সঙ্গেই তিনি বিধানসভা নির্বাচনে জোট বাধবেন বলে জানালেন ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য দেববর্মণ।
EiSamay.Com tripura-congress-president pradyot


ত্রিপুরার রাজপরিবারের সন্তান প্রদ্যোৎ কিশোর মানিক্য দেববর্মণ সেই রাজ্যের কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তিনি The Indigenous People’s Regional Alliance(TIPRA)-এর চেয়ারম্যানও। তাঁর দলের প্রধান দাবি গ্রেটার ত্রিপরাল্যান্ড (Tipraland) । তিনি জানিয়েছেন , এই ইস্যুই তাঁর দলের প্রধান দাবি। তিনি বলেন, ‘আমাদের দলের সঙ্গে, ত্রিপুরার বিধানসভা নির্বাচনে যারা জোট বাঁধতে চান, তাদেরকে প্রথমেই এই দাবি মেনে নিতে হবে। ’ এই সঙ্গেই ত্রিপরাল্যান্ড-এর চেয়ারম্যান বলেন, ‘জোট করা জন্য এই দাবিকে শুধুমাত্র মৌখিক সমর্থন করলেই হবে না। তাঁদের এই দাবি যে তাঁরা মেনে নেবেন সেটা লিখিত ভাবে জানাতে হবে। মৌখিক কথার কোনও দাম নেই। আমি রাজ্যের মানুষকে ধোঁকা দিতে পারব না। ’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা! ধৃত ৩

Tripura রাজ্যে এখন আবার গ্রেটার ত্রিপরাল্যান্ডের দাবি মাথাচাড়া দিচ্ছে। এই দাবি উঠেছে কিশোর মাণিক্যের নেতৃত্বেই। এই রাজ্যে ৬০ টি আসনের মধ্যে ২০টিই জনজাতি অধ্যুষিত। ত্রিপুরায় ৩১% জনজাতি ভোট। অন্যান্য ভোট ৬৯%। এই জনজাতি ভোটের ওপরে কারা সরকার গঠন নির্ভর সেটা নির্ভর করে৷ একটা সময় এই জনজাতিদের ভোট ছিল বামেদের দিকে। পরবর্তী সময়ে বামেদের সেই ভোট চলে যায় IPFT এর দিকে। কিন্তু সরকারে আসার পরে ত্রিপরাল্যান্ডের দাবি নিয়ে চুপ বিজেপি৷ আর এই জনজাতি ভোটকে হাতিয়ার করেই এগোচ্ছেন কিশোর মাণিক্য।

ত্রিপুরার রাজার দরবারে কুণাল ঘোষ, সাক্ষাৎ ঘিরে বাড়ছে জোট জল্পনা

ত্রিপুরায় নির্বাচন ২০২৩ সালে। এখন থেকেই শুরু হয়েছে জোট নিয়ে জল্পনা। এই রাজ্যে ইতিমধ্যেই ঘুরে এসেছেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সংগঠন একেবারে তৃণমূলস্তর পর্যন্ত করতে উদ্যোগী হয়েছে ঘাস ফুল শিবির। বৃহস্পতিবার ত্রিপুরার মহারাজের সঙ্গে দেখা করেছেন তৃনমূল নেতা কুণাল ঘোষ। কিশোর মানিক্য বলেন, ‘ আমি কুণালকে অনেকদিন ধরেই চিনি। আমাদের মধ্যে রাজ্যের এখনকার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। তবে জোট নিয়ে কোনও কথা হয়নি। ’

পরের খবর