অ্যাপশহর

বাংলার বদলে অসমিয়া ভাষায় বিজ্ঞাপন প্রচার, প্রমাদ গুনছে বরাক উপত্যকা

বরাক উপত্যকার তিন জেলায় প্রায় ৪০ লাখ মানুষের বাস। তাদের মধ্যে অধিকাংশই বাঙালি। সেখানে বাংলার পরিবর্তে অসমিয়া ভাষায় বিজ্ঞাপন প্রচার করা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

EiSamay.Com 3 Jun 2021, 11:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের ভাষা ইস্যুতে সরগরম অসমের বরাক উপত্যকা। আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে অসমিয়া ভাষায় বিজ্ঞাপন প্রচার ঘিরে শুরু হয়েছে চাপানউতর। অসমের বরাক উপ্যতকার ৪০ লাখ মানুষের অধিকাংশই বাংলাভাষী। অসমিয়া ভাষায় দক্ষতা তাঁদের তেমন নেই। সেই এলাকার জন্য প্রচারিত সরকারি বিজ্ঞাপনের ভাষা তাই একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।
EiSamay.Com Silchar Barak Valley
ফাইল ফটো (সৌজন্যে ফেসবুক)


বাংলা ভাষা নিয়ে রক্তক্ষয়ী আন্দোলনের সাক্ষী থেকেছে বরাক উপ্যতকা। সেই এলাকায় সরকারি তরফে ফের ভাষা ইস্যু খুঁচিয়ে তোলায় প্রমাদ গুনছেন বাসিন্দারা।

জানা গিয়েছে, বর্ষার প্রাক্কালে বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের তরফে আকাশবাণীর শিলচর কেন্দ্র থেকে অসমিয়া ভাষায় বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। গত বুধবার থেকে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর কর্তৃক বিজ্ঞাপনটি আধ ঘণ্টা অন্তর প্রচারিত হয়েছে।

বরাক উপত্যকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাজ্যে অসম গণ পরিষদ ও কংগ্রেসের শাসনকালে এমনটা কখনও ঘটেনি। BJP ক্ষমতায় আসার পর থেকে মাঝে মধ্যেই আকাশবাণী শিলচর কেন্দ্রে অসমিয়া ভাষায় বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। তবে এনিয়ে এখনও সেভাবে প্রতিবাদ সংগঠিত হয়নি। বরাক উপত্যকার তিন জেলার ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগনগুলির তরফেও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বরাক উপত্যকায় এখন প্রধান আলোচ্য বিষয় এটিই।

অনেকেই মনে করাচ্ছেন করাচ্ছেন ১৯৮৬ সালের কথা। অগপ সরকারের মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার মহন্তর বরাক সফরের সময় করিমগঞ্জে শিক্ষার মাধ্যম ইস্যুতে প্রতিবাদে সামিল হয়েছিলেন অনেকে। সেখানে পুলিশের গুলিতে প্রাণ যায় দু’জনের। তখনও আকাশবাণী শিলচর থেকে বাংলা ভাষাতেই বিজ্ঞাপন ও অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে। BJP-র আমলে অন্যথা হওয়ায় বিরক্ত বাঙালিরা। তবে মুখে কেউ কিছু বলছেন না। মুখে কুলুপ জনপ্রতিনিধিদেরও।

পরের খবর

North east indiaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল