অ্যাপশহর

অনাথ-মুখে হাসি ফোটানো ইউটিউবের সেই 'গ্র্যান্ডপা' চলে গেলেন!

একবার যিনি 'গ্র্যান্ডপা কিচেন'-এ ঢুকেছেন, লাইক না-করে পারেননি। ইউটিউব চ্যানেলে এই 'গ্র্যান্ডপা কিচেন'-এর সাবস্ক্রাইবার ৬.২ মিলিয়ন, অর্থাত্‍‌ ৬০ লক্ষেরও বেশি। নেপথ্যের মানুষটি নারায়ণ রেড্ডি, তেলঙ্গনার জনপ্রিয় শেফ। গত ২৭ অক্টোবর তিনি প্রয়াত হয়েছেন, নিজেরই গ্রামে। বয়স হয়েছিল ৭৩ বছর।

EiSamay.Com 1 Nov 2019, 4:42 am
এই সময় ডিজিটাল ডেস্ক: স্বাদ বদলের সন্ধানে যাঁরা ইউটিউবে মাঝেমধ্যে ঢুঁ মারেন, তাঁদের নজরে 'গ্র্যান্ডপা' একবারের জন্য হলেও, আসেননি, তা হতে পারে না। আর একবার যিনি 'গ্র্যান্ডপা কিচেন'-এ ঢুকেছেন, লাইক না-করে পারেননি। ইউটিউব চ্যানেলে এই 'গ্র্যান্ডপা কিচেন'-এর সাবস্ক্রাইবার ৬.২ মিলিয়ন, অর্থাত্‍‌ ৬০ লক্ষেরও বেশি। নেপথ্যের মানুষটি নারায়ণ রেড্ডি, তেলঙ্গনার জনপ্রিয় শেফ। গত ২৭ অক্টোবর তিনি প্রয়াত হয়েছেন, নিজেরই গ্রামে। বয়স হয়েছিল ৭৩ বছর।
EiSamay.Com granpa-of-grandpa-kitchen-807f


স্ট্রোকের পূর্বাভাস মিলবে অ্যাপেই!

বার্ধক্যজনিত অসুখে বেশ কয়েকদিন ভুগছিলেন 'গ্র্যান্ডপা কিচেন'-খ্যাত জনপ্রিয় এই শেফ। ভালমন্দ, লোভনীয় যখন যেটা রান্না করেছেন, প্রভূত পরিমাণে। তার পর, সেই খাবার বিলিয়েছেন অকাতরে, অনাথ শিশুগুলোর মধ্যে। এতেই ছিল তাঁর আনন্দ। স্বজনহীন বাচ্চাগুলিকে খাইয়ে তৃপ্তি পেতেন। সবাই ভালোও বাসতেন তাঁকে।

জম্মু ও কাশ্মীর এবং লাদাখে আয়কর রিটার্ন জমার দিন পিছোল

তেলেঙ্গানার গ্রামে তিনি ছিলেন সবার 'দাদু'। ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি সকলের থেকে বিদায় চেয়ে নেন। তাঁর অন্ত্যেষ্টিও ডকুমেন্ট করা হয়েছে। চ্যানেলে প্রবীণ এই শেফের ক্যাচফ্রেজ ছিল, 'লভিং, কেয়ার, শেয়ারিং।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল