অ্যাপশহর

হেলমেট না পরে বাইক সফরে পুলিশ! প্রতিবাদ জানাতে গিয়ে উলটে শাস্তি যুবকেরই!!

খোদ আইনের রক্ষকের বিরুদ্ধে আইন না মানার এই অভিযোগ হামেশাই।

EiSamay.Com 15 Mar 2017, 3:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হেলমেট না পরে বাইক সফরের অভিযোগ গোটা দেশের পুলিশকর্মীদের বিরুদ্ধেই উঠে থাকে। খোদ আইনের রক্ষকের বিরুদ্ধে আইন না মানার এই অভিযোগ হামেশাই। কিন্তু, সেই ভুল দেখিয়ে দেওয়ার জন্য এবার ২ যুবককে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল এক মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে।
EiSamay.Com youths harassed for asking lady cop to wear helmet
হেলমেট না পরে বাইক সফরে পুলিশ! প্রতিবাদ জানাতে গিয়ে উলটে শাস্তি যুবকেরই!!


মুম্বইয়ের পারলে ইস্টের বাসিন্দা আকাশ দেশপান্ডে। বন্ধুকে সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন পেশায় সুরকার আকাশ। দয়ালদাস রোডে এসে সিগন্যালে দাঁড়ান তিনি। দুই আরোহীর মাথাতেই হেলমেট ছিল। ঠিক তখন সিগন্যালে তাঁদের পাশে এসে দাঁড়ায় এক মহিলা পুলিশকর্মীর স্ক্যুটি। হেলমেট তো ছিলই না, উলটে ফোনে কথা বলতে বলতে স্ক্যুটি চালাচ্ছিলেন ওই মহিলা। আকাশ ও তাঁর বন্ধু ওই পুলিশকর্মীকে জিজ্ঞাসা করেন, ‘ম্যাডাম আপনি হেলমেট পরেননি কেন?’ তখন কিছু না বললেও পরের সিগন্যালে আকাশদের বাইক আটকান ওই মহিলা পুলিশকর্মী। নাম না জানা গেলেও তাঁর পদবি ফাড়ল বলে জানা গেছে।

ওই পুলিশকর্মী দুই যুবককে ভিলে পারলে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে প্রকাশ্যে অসভ্যতার দায়ে ১২৫০ টাকার জরিমানা করা হয় আকাশকে। এমনকী নিজের দোষ জানতে চাওয়ায় ওঠবোস করতে বলা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, ১২৫০ টাকা জরিমানা নিলেও তার স্লিপে ১২০০ টাকা লেখা ছিল। তা জানালে, এক পুলিশকর্মী আকাশকে ‘জেলে পুরে দেওয়ার’ হুমকি দেন বলে অভিযোগ। গোটা বিষয়টি মোবাইলে রেকর্ড করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছেন আকাশ।

এদিকে, সব অভিযোগই খারিজ করেছেন পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার। তিনি জানান, ‘আমাদের মহিলা অফিসার কোনও আইন ভঙ্গ করেননি। ওই যুবক প্রকাশ্যে অভব্যতা করছিলেন। তাই তাঁর জরিমানা নেওয়া হয়।’

তথ্য সৌজন্য: ডিএনএ

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল