অ্যাপশহর

ডিজনিল্যান্ডের ধাঁচে এবার যোগী রাজ্যে কৃষ্ণল্যান্ড

সব ফেলে এখন কি কৃষ্ণলীলায় মজলেন যোগী আদিত্যনাথ? সূত্রের খবর, মথুরায়, কৃষ্ণের জন্মস্থানে 'কৃষ্ণ জমি' তৈরি করতে ইতিমধ্যেই পর্যটন দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Ei Samay 17 Jul 2017, 8:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সব ফেলে এখন কি কৃষ্ণলীলায় মজলেন যোগী আদিত্যনাথ? সূত্রের খবর, মথুরায়, কৃষ্ণের জন্মস্থানে 'কৃষ্ণ জমি' তৈরি করতে ইতিমধ্যেই পর্যটন দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। খুব দ্রুত এই প্রজক্টের একটি 'নীল নকশা' চেয়েছেন যোগী।
EiSamay.Com yogi adityanaths next big project is disneyland like krishna land in mathura because up is crime free
ডিজনিল্যান্ডের ধাঁচে এবার যোগী রাজ্যে কৃষ্ণল্যান্ড


জানা গিয়েছে, ডিজনিল্যান্ডের মতো করেই তৈরি হবে 'কৃষ্ণল্যান্ড'। যেখানে কৃষ্ণের জীবনের নানা পর্যায় ধরা থাকবে। দেবকী ও বাসুদেবকে কংস যে কারাগারে বন্দি রেখেছিল, তার আদলে কারাগারও থাকবে প্রস্তাবিত ডিজনিল্যান্ডে। যোগীর পর্যটন দফতরের এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, কৃষ্ণের জীবনের নানা পর্যায়ের পুনর্নিমাণে নির্দেশ দিয়েছেন যোগী। তারই অংশ হিসেবে নকল যমুনা নদীও গড়ে তোলা হবে।

ওই আধিকারিক জানান, যোগীর লক্ষ্য গোটা রাজ্যকে ধর্মীয় পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। মুখ্যমন্ত্রীর সেই স্বপ্ন সার্থক করতে বিশ্বব্যাংকও টাকা ঢালবে।

সূত্রের খবর, প্রয়োজনে ডিজনিল্যান্ড যাঁরা বানিয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হতে পারে। এমনকী হায়দরাবাদে রামোজি রাও ফিল্ম সিটি যাঁরা বানিয়েছেন, তাঁদেরও পরামর্শ নেওয়া হতে পারে। প্রস্তাবিত কৃষ্ণল্যান্ডের ভিতরে পর্যটকরা যাতে থাকতে পারেন, সেই সুযোগসুবিধাও গড়ে তোলা হবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল