অ্যাপশহর

বাংলার দেখানো পথে যোগী রাজ্য, চিকিত্‍সা কর্মীদের থাকার ব্যবস্থা পাঁচ-তারা হোটেলে!

শুরুতে এই চারটি পাঁচ-তারা হোটেলকে চিহ্নিত করা হলেও, রাজ্য প্রশাসনের তরফে হাসপাতালের নিকটবর্তী আরও বেশ কিছু হোটেলকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে সেই হোটেলগুলিকেও কোয়ারানটিন কেন্দ্র করা হতে পারে।

EiSamay.Com 30 Mar 2020, 3:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পর এবার উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথ সরকার লখনউয়ের চারটি পাঁচ-তারা হোটেল অধিগ্রহণ করল করোনার মোকাবিলায় রাতদিন খেটে চলা ডাক্তার, চিকিত্‍সা কর্মী এবং প্যারামেডিকাল স্টাফদের রাখার জন্যে।
EiSamay.Com Yogi Adityanath Govt takes over Lucknow 5-star hotels to lodge medical staff fighting Covid-19
পাঁচ-তারা হোটেলে থাকবেন ডাক্তাররা


চারটি পাঁচ-তারা হোটেলের মধ্যে রয়েছে হায়াত রিজেন্সি, লেমন ট্রি, দ্য পিকাডেলি এবং ম্যারিয়ট গ্রুপের ফেয়ারফিল্ড। এই চারটি হোটেলকে অবিলম্বে রূপান্তরিত করা হবে মেডিকাল স্টাফদের কোয়ারানটিন জোন হিসেবে। যে সব ডাক্তার ও মেডিকাল স্টাফ করোনা আক্রান্ত রোগীদের চিকিত্‍সা করছেন তাঁদের জন্যেই এই ব্যবস্থা করা হল সরকারের তরফে।

লখনউ-এর জেলা শাসক অভিষেক প্রকাশ জানিয়েছেন, যে সব ডাক্তার এবং চিকিত্‍সার সঙ্গে যুক্ত কর্মীরা করোনা আক্রান্তদের সংস্পর্শে আসছেন তাঁদেরও আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। সেই সব বিষয় মাথায় রেখেই প্রশাসন এই পদক্ষেপ করেছে। নিজেদের শিফ্ট শেষ হলে, বাড়ি না ফিরে এই সব হোটেলেই থাকবেন ডাক্তার এবং অন্যান্য মেডিকাল কর্মীরা।

আরও পড়ুন
করোনাভাইরাসের গ্রাসে ভারত LIVE: রাত ৮টা! জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
Coronavirus FAQ: যা রটছে, সব তথ্যই সত্যি? জেনে নিন WHO কী বলছে...
Coronavirus FAQ: করোনা-মোকাবিলা কীভাবে? জানুন মারণ-ভাইরাসের জরুরি তথ্য

জানা গিয়েছে রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউটের মেডিকাল স্টাফ ও ডাক্তারদের রাখা হবে ফেয়ারফিল্ডে। এসজিপিজিআই-র মেডিকাল স্টাফ ও ডাক্তাররা থাকবেন পিকাডেলি এবং লেমন ট্রি হোটেলে। লখনউ-এর পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গার হোটেল, গেস্ট হাউস এবং সরকারি আবাসনগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে ডাক্তার এবং মেডিকাল স্টাফদের রাখার জন্যে।

পরের খবর