অ্যাপশহর

গুজরাট দাঙ্গার তদন্তকারী অফিসার মোদীকে NIA-এর চিফ করলেন নমো

২০২১-এর ৩১ মে পর্যন্ত NIA-এর প্রধানের দায়িত্ব সামলাবেন মোদী।

EiSamay.Com 18 Sep 2017, 4:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: NIA-এর নতুন চিফ হলেন সিনিয়র IPS অফিসার ওয়াই সি মোদী। সোমবার তাঁর নামে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট। তিনি সুপ্রিম কোর্টের নিযুক্ত ২০০২ গুজরাট হিংসার তদন্তকারী দলের সদস্য ছিলেন। এবার জাতীয় তদন্তকারী সংস্থার দায়িত্ব তাঁর হাতে তুলে দিল কেন্দ্রীয় সরকার।
EiSamay.Com y c modi becomes new chief of nia
গুজরাট দাঙ্গার তদন্তকারী অফিসার মোদীকে NIA-এর চিফ করলেন নমো


ওয়াই সি মোদীর নাম জানিয়ে আজ বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ মন্ত্রক। ২০২১-এর ৩১ মে পর্যন্ত NIA-এর প্রধানের দায়িত্ব সামলাবেন মোদী।

১৯৮৪-র ব্যাচের এই IPS বর্তমানে CBI-এর স্পেশাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত। বর্তমান NIA চিফ শরদ কুমার-এর স্থলাভিষিক্ত হচ্ছেন অসম-মেঘালয় ক্যাডারের IPS ওয়াই সি মোদী।

আরেক সিনিয়র IPS রজনীকান্ত মিশ্রকে সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল নিয়োগ করা হয়েছে।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল