অ্যাপশহর

বেতন পেতে জরায়ু বাদ, উদ্ধবকে চিঠি

নিষ্ঠুর হলেও এটাই বাস্তব। মহারাষ্ট্রের খেটে-খাওয়া, গরিব পরিবারের এই ভয়াবহ সত্য এর আগে একাধিকবার সংবাদমাধ্যমে উঠে এলেও তাঁদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেননি কেউ।

EiSamay.Com 26 Dec 2019, 2:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ঋতুস্রাবের সময় তাঁরা মাঠে কাজে যেতে পারেন না, ফলে জোটে না দিনের মজুরি। মহারাষ্ট্রের অনেক গরিব পরিবারের মহিলাই সে কারণে বেছে নিচ্ছেন অস্ত্রোপচারের পথ। ঋতুস্রাবের জন্য যাতে কাজের দিন নষ্ট না হয়, তা নিশ্চিত করতে জরায়ু বাদ দেওয়ার পথে হাঁটছেন তাঁরা!
EiSamay.Com ​Women of maharashtra removing uterus to ensure daily wages, send letter to Uddhav thackeray
উদ্ধবকে চিঠি


নিষ্ঠুর হলেও এটাই বাস্তব। মহারাষ্ট্রের খেটে-খাওয়া, গরিব পরিবারের এই ভয়াবহ সত্য এর আগে একাধিকবার সংবাদমাধ্যমে উঠে এলেও তাঁদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেননি কেউ। তাই তাঁদের কথা স্মরণ করিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা নীতিন রাউত। কংগ্রেসের তফসিলি জাতি বিষয়ক দপ্তরের এই চেয়ারম্যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন, মহারাষ্ট্রের ৩০,০০০-এরও বেশি মহিলা অস্ত্রোপচার করিয়ে জরায়ু বাদ দিতে বাধ্য হয়েছেন। তাঁর কথায়, ‘বিড এবং ওসমানাবাদের এই মহিলারা দিনের সামান্য বেতন পেতে জরায়ু বাদ দিচ্ছেন। এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, এঁদের কথা একটু ভাবুন। সরকার নিশ্চয়ই এর সমাধান করতে পারবে।’ --- সংবাদসংস্থা

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল