অ্যাপশহর

শবরীমালায় ঢোকার অপরাধে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত কনকা দুর্গা

ধর্মীয় অনুশাসনের নজর গলে, সুপ্রিম ছাড়পত্রে শেষমেশ তাঁরা দু-জনে সন্তর্পণে ঢুকে পড়েছিলেন শবরীমালা মন্দিরে। সংস্কার-ভাঙার সেই ঝুঁকিপথে আগাগোড়া সাথ দিয়েছিল পুলিশ-প্রশাসন। সংস্কারীদের হাজারো বিক্ষোভ, ইটবৃষ্টিকে গায়ে সয়ে, ওই দুই 'ঋতুমতী' সাহসিকাকে সুরাক্ষা দিয়ে গিয়েছে কেরালা পুলিশ। জনবিক্ষোভের আঁচ তাঁদের গায়ে লাগতে দেয়নি। কিন্তু, পরিবার পাশে না-দাঁড়ানোয়, তাঁদেরই একজন কনকা দু্র্গার ঠাঁই হল না স্বগৃহে।

EiSamay.Com 22 Jan 2019, 8:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ধর্মীয় অনুশাসনের নজর গলে, সুপ্রিম ছাড়পত্রে শেষমেশ তাঁরা দু-জনে সন্তর্পণে ঢুকে পড়েছিলেন শবরীমালা মন্দিরে। সংস্কার-ভাঙার সেই ঝুঁকিপথে আগাগোড়া সাথ দিয়েছিল পুলিশ-প্রশাসন। সংস্কারীদের হাজারো বিক্ষোভ, ইটবৃষ্টিকে গায়ে সয়ে, ওই দুই 'ঋতুমতী' সাহসিকাকে সুরাক্ষা দিয়ে গিয়েছে কেরালা পুলিশ। জনবিক্ষোভের আঁচ তাঁদের গায়ে লাগতে দেয়নি। কিন্তু, পরিবার পাশে না-দাঁড়ানোয়, তাঁদেরই একজন কনকা দু্র্গার ঠাঁই হল না স্বগৃহে। শবরীমালার গণ্ডি ডিঙোতে পারলেও, দুর্গা ব্যর্থ শ্বশুরঘরের সংস্কারী আগল ভাঙতে। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত, দুই সন্তানের মা কনকাকে শেষ পর্যন্ত যেতে হল সরকারি হোমে।
EiSamay.Com kanakadurga_sabarimala F


শবরীমালায় ইতিহাস গড়ে, ১৫ জানুয়ারি ঘরে ফিরেছিলেন কনকা দুর্গা। আর পাঁচ জনকে নিয়ে আশঙ্কা থাকলেও, স্বপ্নে ভাবেননি বিরূপ হবে পরিবার। ঘরে ঢুকতে প্রথম আঘাত আসে যাঁর কাছ থেকে তিনি কনকারই শাশুড়ি। অভ্যর্থনার বদলে এমনই নিগ্রহ জোটে, ভরতি করতে হয় হাসপাতালে। শ্বশুরবাড়ির বক্তব্য, গোটা পরিবারকে অন্ধকারে রেখে, কনকা গিয়েছিলেন শবরীমালায়। তাই তাঁর আর ঘরে ঠাঁই হবে না।

শবরীমালা অভিযানের সেই ছবি...


মাঝের এই ক'দিনে পুলিশ ও প্রশাসনের তরফে বার কয়েক চেষ্টা করা হয়েছে কনকা দুর্গাকে ঘরে ফেরানোর। কিন্তু, শ্বশুরবাড়ির মন গলেনি। শাশুড়ি সাফ জানায়, প্রকাশ্যে ভক্তদের কাছে ক্ষমা চাইলে, তবেই ঠাঁই হবে ঘরে। বলা বাহুল্য, সেই প্রস্তাবে রাজি হবেন না কনকা দুর্গা। অগত্যা, সরকারি আশ্রয়ই শ্রেয় বলে তিনি মনে করেছেন।


শবরীমালার এই অভিযানে কনকার সাথী যিনি ছিলেন, সেই বিন্দু আম্মিনিকে অবশ্য এমন পারিবারিক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি। বিন্দু জানালেন, আমার স্বামী ও কন্যার পূর্ণ সমর্থন ছিল। তাই এমন বিরূপ পরিস্থিতি তৈরি হয়নি।

লড়াকু এই মহিলা জানালেন, কনকার পাশে আছি। ওঁর পরিবারের এই পদক্ষেপের বিরোধিতা করে আমরা আদালতে যাব বলেই মনস্থ করেছি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল