অ্যাপশহর

মাস্ক কিনতে গিয়ে সোনার গহনা-সহ ₹৪৬০০০ খোয়ালেন মহিলা!

দেশজুড়ে বাড়ছে করোনা আতঙ্ক। তার জেরেই ওষুধের দোকান থেকে মাস্ক কিনতে বেরিয়েছিলেন ওই মহিলা। সেই সুযোগে তাঁর ফ্ল্যাটের তালা ভেঙে ওয়্যারড্রোব থেকে সোনার গহনা-সহ ৪৬ হাজার টাকা চুরি করে চম্পট দেয় চোরের দল। অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

EiSamay.Com 14 Mar 2020, 5:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনা আতঙ্ক। তার জেরে বেশ কিছু রাজ্যে ইতোমধ্যেই স্কুল, কলেজ, শপিং মল ও স্যুইমিং পুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মারণ রোগের আতঙ্ক ছড়িয়েছে আমজনতার মনে। করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গেই বাজার থেকে উধাও হয়ে গিয়েছে প্রয়োজনীয় স্যানিটাইজার ও মাস্ক। আর এই মুহূর্তের সবচেয়ে দামি জিনিস ( পড়ুন মাস্ক) কিনতে গিয়ে ৪৬ হাজার টাকা খোয়া গেল এর মহিলার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুনের হাদাপসরের কাছের এক হাউজিং সোশ্যাইটিতে।
EiSamay.Com face mask
করোনা রুখতে মাস্ক আবশ্যিক


জানা গিয়েছে, করোনা আতঙ্কের মাস্ক কিনতে যান ওই মহিলা। সেই সুযোগে মহিলার ফ্ল্যাট থেকে স্বর্ণলঙ্কার ও ৪৬ হাজার টাকা চুরি করে চম্পট দেয় একদল চোর। হাদাপসরের সাব ইন্সপেক্টর সচিন গাড়েকর জানিয়েছেন, মহিলা ফ্ল্যাটে চাবি দিয়েই বাজারের একটি ওষুধের দোকানে গিয়েছিলেন মাস্ক কিনতে। সেই ফাঁকে ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে ভিতর ঢোকে চোরের দল। ঘরের আলমারি ভেঙে সোনার গহনা-সহ ৬৪ হাজার টাকা চুরি করে চম্পট দেয় তারা। বাড়ি ফিরে ওই মহিলা দেখেন, ফ্ল্যাটের দরজা ভাঙা। তালাও মাটিতে ভেঙে পড়ে রয়েছে। আলমারি থেকে উধাও নগদ টাকা ও সোনার গহনা।

ঘটনার পরই পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী ও বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করেছেন।

খবরটি ইংরেজিতে পড়ুন...

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল