অ্যাপশহর

চলন্ত মেট্রোর সামনে মরণঝাঁপ মহিলার

দিল্লি মেট্রো রেল করপোরেশনের সিনিয়র এক আধিকারিক জানান, নয়ডা/বৈশালী-মুখী মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই মহিলা। যার জেরে প্রায় ১৫ মিনিট মেট্রো পরিষেবা ব্যাহত হয়।

EiSamay.Com 3 Sep 2019, 12:54 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার সকালে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বছর চল্লিশের এক মহিলা। ঘটনাটি ঘটেছে দিল্লির ঝান্ডেওয়ালান মেট্রো স্টেশনে। সকাল সাড়ে ৮টা নাগাদ।
EiSamay.Com Delhi Metro


দিল্লি মেট্রো রেল করপোরেশনের সিনিয়র এক আধিকারিক জানান, নয়ডা/বৈশালী-মুখী মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই মহিলা। যার জেরে প্রায় ১৫ মিনিট মেট্রো পরিষেবা ব্যাহত হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এদিন রাত পর্যন্ত আত্মঘাতী ওই মহিলার পরিচয় পুলিশ জানতে পারেনি।

কলকাতায় কিছুটা লাগাম টানা গেলেও, দিল্লি মেট্রো আত্মহত্যার ঘটনা তুলনামূলক বেড়েছে। প্রতিমাস মেট্রোয় কমবেশি আত্মহত্যার ঘটনা লেগে রয়েছে। অগস্টের মাঝামাঝি একই দিনে জোড়া আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এ ভাবে মেট্রোয় মৃত্যু বাড়তে থাকায়, পরিষেবা নিয়ে সমস্যায় পড়ছে কর্তৃপক্ষ। কী ভাবে আত্মহত্যার এই প্রবণতায় রাশ টানা যায়, সেই চিন্তাই এখন মেট্রো কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল