অ্যাপশহর

অ্যাকাউন্টে ১০০ কোটি জমা! PMO-র দ্বারস্থ ‘মজুর’ মহিলা

এটিএম স্লিপ দেখে প্রায় ভিরমি খেয়েছিলেন। টাকা তোলার পর ব্যালেন্স ছিল ৯৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৩৯৪ টাকা!

EiSamay.Com 27 Dec 2016, 2:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এটিএম স্লিপ দেখে প্রায় ভিরমি খেয়েছিলেন। টাকা তোলার পর ব্যালেন্স ছিল ৯৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৩৯৪ টাকা! এক সামান্য কারখানার মজুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লপ্তে এত টাকা এল কোথা থেকে? এটা জানতেই ব্যাঙ্কের চক্কর কেটেছেন শীতল যাদব। তবে বার বার গিয়েও কোনও ফল না হওয়ায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তরের সাহায্য নেন তিনি।
EiSamay.Com woman finds rs 100 cr in jan dhan account approaches pmo
অ্যাকাউন্টে ১০০ কোটি জমা! PMO-র দ্বারস্থ ‘মজুর’ মহিলা


মেরঠের সারদা রোডের স্টেট ব্যাঙ্কে শীতল যাদবের জনধন অ্যাকাউন্ট রয়েছে। কারখানায় সামান্য কাজ করে মাস গেলে ৫ হাজার টাকা রোজগার তাঁর। এত টাকা এল কোথা থেকে তা ভেবেই রাতের ঘুম উড়েছে তাঁর। তিনি বলেন, ‘প্রথমে তো নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। পরে পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে ডেকে দেখাই। তিনিও একই কথা বলেন। বিশ্বাস করুন, এত টাকা কোথা থেকে আমার অ্যাকাউন্টে জমা পড়ল তা আমি জানি না।’

কতকটা ভয়েই ব্যাঙ্কে ছুটে গিয়েছিলেন তিনি। তবে কোনও কর্মীই তাঁর কথায় আমল দেননি। শেষ পর্যন্ত ম্যানেজারকেও জানান এই ঘটনা। পরে এক দিন দেখা করতে বলে তিনিও কাটিয়ে দেন ব্যাপারটি। তাঁর স্বামী জিলেদার সিং পরে ঠিক করেন এ ব্যাপারে সরাসরি প্রধানমন্ত্রীকে জানানো উচিত। তিনি বলেন, ‘আমি এত পড়াশোনা জানি না। তাই চেনা একজন শিক্ষিত ব্যক্তিকে ধরে প্রধানমন্ত্রী দপ্তরে জানানোর সিদ্ধান্ত নিই। গত কালই চিঠি পাঠিয়েছি। আশা করি শীঘ্রই জবাব পাব। এক সঙ্গে ৫০ হাজারের বেশি নগদ যেখানে জমা করা যায় না সেখানে এতগুলো টাকা একবারে কী ভাবে অ্যাকাউন্টে জমা পড়ল সেটাই মাথায় ঢুকছে না।’

এ ব্যাপারে ব্যাঙ্কের কর্মী এবং ম্যানেজারকে যোগাযোগ করার চেষ্টা করেও ফল হয়নি। অনেকে ফোন ধরেননি। অনেকে আবার কোনও মন্তব্য করতে চাননি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল