অ্যাপশহর

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মহিলা কমিশনে নিগৃহীতা

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হলেন নিগৃহীতা।

EiSamay.Com 22 Feb 2018, 8:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হলেন নিগৃহীতা।
EiSamay.Com woman files rape complaint against arunachal cm pema khandu
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মহিলা কমিশনে নিগৃহীতা


লিখিত অভিযোগে ওই নিগৃহীতা জানিয়েছেন, ২০০৮ সালে পেমা খান্ডুর সঙ্গে আরও দু-জন তাঁকে জোর করে সার্কিট হাউজে নিয়ে যায়। সেখানে ইচ্ছের বিরুদ্ধে তিন জন মিলে তাঁকে ধর্ষণ করে।

মহিলার বয়ান অনুযায়ী, পেমা খান্ডু তখন মুখ্যমন্ত্রী ছিলেন না। নিজের পরিচয় দিয়েছিলেন একজন আর্মি অফিসার হিসেবে।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাত্‍‌ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই ধর্ষণের অভিযোগ এনেছেন ওই মহিলা। গোটাটাই বানানো গল্প।
১৫ ফেব্রুয়ারি জাতীয় মহিলা কমিশনে নালিশ করেছেন মহিলা। অভিযোগ প্রসঙ্গে পেমার বক্তব্য, এমন মিথ্যে অভিযোগে আমি অবাক হয়েছি। জাতীয় মহিলা কমিশনের উপর আস্থা আছে। আশা রাখি সঠিক বিচারই পাব।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল