অ্যাপশহর

ট্রেনেই ছটফট প্রসববেদনা, স্টেশনের একটাকার ক্লিনিকে এল ফুটফুটে সন্তান

গন্তব্যে পৌঁছনোর আগেই প্রসববেদনায় অস্থির হয়ে পড়েন ইশরাত শেখ। সহযাত্রীদের মুখে খবর পেয়ে, ওই কামরায় চলে আসেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর মহিলা অফিসাররা। থানে স্টেশনে ট্রেন থামিয়ে, ইশরাতকে নিয়ে যাওয়া হয় স্টেশনেরই এক টাকার এক ক্লিনিকে।

EiSamay.Com 8 Apr 2019, 9:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মুম্বই থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে ছোট্ট এক শহর অম্বিভলি থেকে লোকাল ট্রেনে চেপে চলেছিলেন কুর্লা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই প্রসববেদনায় অস্থির হয়ে পড়েন ইশরাত শেখ। সহযাত্রীদের মুখে খবর পেয়ে, ওই কামরায় চলে আসেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর মহিলা অফিসাররা। থানে স্টেশনে ট্রেন থামিয়ে, ইশরাতকে নিয়ে যাওয়া হয় স্টেশনেরই এক টাকার এক ক্লিনিকে। সেখানে নিরাপদে সন্তানের জন্ম দেন ওই অন্তঃসত্ত্বা মহিলা।
EiSamay.Com D3g97sYWkAEWNjQ-784x441


ঘটনাটি ঘটেছে গত শনিবার, সন্ধ্যায়।

রেলস্টেশনের এক টাকার ওই ক্লিনিকের সিইও রাহুল ঘুলে জানান, মা ও সন্তান দু-জনেই সুস্থ রয়েছেন। পরে, তাদের থানের সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সিইও জানান, তাঁদের ক্লিনিকে এই অভিজ্ঞতা নতুন নয়। এর আগেও দু-বার দূরপাল্লার ট্রেনের যাত্রী অন্তঃসত্ত্বা মহিলার ডেলিভারি তাঁরা করেছেন। শুধু থানে নয়, মহারাষ্ট্রের বেশ কয়েকটি স্টেশনে এমন এক টাকার ক্লিনিক খুলে, তাঁরা রেলযাত্রীদের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন।

গত ৪ মার্চেও ট্রেনে এমন এক ঘটনা ঘটেছিল। আগরতলা-হবিবগঞ্জ এক্সপ্রেসে প্রসববেদনা ওঠে এক মহিলার। শেষপর্যন্ত সহযাত্রীদের সহযোগিতায় সন্তানপ্রসব করেন ওই মহিলা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল