অ্যাপশহর

চার প্রেমিক! স্বামী বাছতে লাকি ড্র

আন্তর্জাতিক নারী দিবসে আজব কাণ্ড ঘটালেন এক মহিলা। লাকি ড্র-এর মাধ্যমে স্বামী বাছাই করলেন তিনি। অভিনব কায়দায় চার প্রেমিকের মধ্যে থেকে নিজের জীবনসঙ্গী খুঁজে নিলেন এই মহিলা। কে তিনি? জানুন বিস্তারিত...

Ei Samay 8 Mar 2021, 6:06 pm
এই সময়: শিরোনাম তৈরিতে উত্তরপ্রদেশের জুড়ি মেলা বেশ কঠিন। ধর্ষণ, খুন-সহ নানা অপরাধের কারণে বারবারই খবরে আসে যোগী আদিত্যনাথের রাজ্য। এ বার এল লাকি ড্র-এর মাধ্যমে স্বামী বাছাইয়ের হাত ধরে। এক রকম অনন্যোপায় হয়েই রামপুরের একটি পঞ্চায়েত লটারি করে বর বাছাইয়ের নিদান দেয়। ঘটনার মতোই তার প্রেক্ষাপটও বেশ অভিনব।
EiSamay.Com Woman chooses husband
প্রতীকী ছবি। সৌজন্যে- দ্য ইকনমিক টাইমস।


আজিমনগর থানার বাসিন্দা চার তরুণের সঙ্গে পালিয়েছিলেন টান্ডা থানা এলাকার এক তরুণী। এক তরুণ তাঁর আত্মীয়ের বাড়িতে তরুণীকে লুকিয়ে রাখেন। এর মধ্যেই জানাজানি হয়ে যায় ঘটনাটা। জোর করেই গ্রামে ফেরানো হয় তাঁদের। এর মধ্যে আবার পুলিশে অভিযোগ জানানোর তোড়জোড় শুরু করেন তরুণীর বাবা-মা। তাঁদের কোনওমতে বুঝিয়ে সুজিয়ে নিরস্ত করেন গ্রামের লোক।

কিন্তু বিষয়টাকে তো এ ভাবে ছেড়ে দেওয়া যায় না! একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য বৈঠকে বসে গ্রাম পঞ্চায়েত। সেখানে তরুণীর পরিবারকে প্রস্তাব দেওয়া হয় - যে চার তরুণের সঙ্গে তিনি পালিয়েছিলেন, তাঁদের মধ্যে কোনও একজনের সঙ্গে বিয়ে দেওয়া হোক মেয়ের। প্রস্তাব মেনেও নেওয়া হয়। কিন্তু সমস্যা দেখা দেয় অন্যত্র।
বিনামূল্যে চাঁদে যাওয়ার সুবর্ণ সুযোগ!
চার তরুণের সঙ্গে পালালেও তাঁদের মধ্যে ঠিক কাকে যে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন, সেটাই নিশ্চিত ভাবে বুঝে উঠতে পারছেন না তরুণী! তরুণদের মধ্যেও কেউ তাঁকে বিয়েতে রাজি নন। তাঁদের সঙ্গে আলোচনা করেও রফাসূত্র বের করতে পারেননি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।

তা হলে কী করা যায়? এই পরিস্থিতিতে মাথায় আসে লাকি ড্র-এর প্রসঙ্গ। চিরকুটে লেখা হয় চার তরুণের নাম। একটি বাটিতে রাখা হয় সেই চিরকুটগুলি। এক শিশুকে বলা হয় তার মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার জন্য। সে ভাবেই বেছে নেওয়া হয় এক তরুণকে। বিয়েও হয়ে যায় দু'জনের।

গ্রামবাসীরা অবশ্য তরুণীর গোপনীয়তার কথা মাথায় রেখে এ বিষয়ে মুখ খুলতে চাননি।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল