অ্যাপশহর

Karnataka Election 2018: '১ লক্ষ কোটি ব্যয়ে বেঙ্গালুরুকে ভারতের দ্বিতীয় রাজধানী গড়ব'

কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার বলছে, ১ লক্ষ কোটি টাকার বেশির ভাগই খরচ করা হবে উড়ালপুল তৈরি, পরিবহণ ও রাস্তা নির্মাণে।

EiSamay.Com 30 Apr 2018, 12:22 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় ফিরলে ১ লক্ষ কোটি টাকা খরচ করে বেঙ্গালুরুকে ভারতের দ্বিতীয় রাজধানী তৈরি করা হবে। নির্বাচনী ইস্তেহারে এই প্রতিশ্রুতি দিল কংগ্রেস
EiSamay.Com ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী


কর্নাটকে আসন্ন বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। ইস্তেহারে তারা জানিয়েছে, ভোটে জিতলে ৫ বছরের মধ্যে বেঙ্গালুরুর পরিকাঠামো আরও উন্নত করা হবে। রাজ্য সরকার তার জন্য বিশেষ প্যাকেজ হিসেবে ১ লক্ষ কোটি টাকা খরচ করবে। ভারতের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলা হবে বেঙ্গালুরুকে।

কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার বলছে, ১ লক্ষ কোটি টাকার বেশির ভাগই খরচ করা হবে উড়ালপুল তৈরি, পরিবহণ ও রাস্তা নির্মাণে। এছাড়াও খরচ করা হবে গাছ লাগানো, নিকাশি ব্যবস্থা-সহ একাধিক খাতে। ৩০ শতাংশ মানুষকে গণপরিবহণের সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে ইস্তেহারে।

পরের খবর