অ্যাপশহর

দল চাইলে লোকসভায় লড়তে আপত্তি নেই প্রিয়াঙ্কার

বুধবার প্রিয়াঙ্কা গান্ধী নিজেই এ বিষয়ে মুখ খুললেন। জানালেন, দল চাইলে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবেন। তবে, এখনও যে তিনি চূড়ান্ত সিন্ধান্ত নেননি, তা-ও জানিয়েছেন।

EiSamay.Com 27 Mar 2019, 9:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধী বদরাকে কংগ্রেসের সাধারণ সম্পাদক করে উত্তরপ্রদেশের একাংশের দায়িত্ব দেওয়ার পর থেকেই তিনি লোকসভা ভোটে দাঁড়াবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। কংগ্রেসের একটি একটি প্রার্থী তালিকায় কৌতূহল নিয়েই কর্মী-সমর্থকেরা খুঁজেছেন প্রিয়াঙ্কাকে। বুধবার প্রিয়াঙ্কা গান্ধী নিজেই এ বিষয়ে মুখ খুললেন। জানালেন, দল চাইলে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবেন। তবে, এখনও যে তিনি চূড়ান্ত সিন্ধান্ত নেননি, তা-ও জানিয়েছেন।
EiSamay.Com priyanka


এদিন দাদা রাহুল গান্ধীর নির্বাচনী ক্ষেত্র আমেথিতে প্রচারে এসেছিলেন প্রিয়াঙ্কা। রাজীব-তনয়ার কথায়, 'আমার দল আমাকে যদি বলে ভোটে লড়াই করতে হবে, তা হলে নিশ্চয়ই লড়াই করব। কারণ, আমি দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করে যেতে চাই।' কংগ্রেসের প্রার্থী ঘোষণার আগে জল্পনা চলছিল, মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বরেলি থেকে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা।


কিন্তু, রায়বরেলিতে ফের সোনিয়া দাঁড়ানোয়, প্রিয়াঙ্কাকে নিয়ে কৌতূহল বাড়ে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কটাক্ষেরও জবাব দিয়েছেন তিনি। যোগী বলেন, ভোট এলেই রাহুল-প্রিয়াঙ্কার মন্দিরের কথা মনে পড়ে। তার উত্তরে প্রিয়াঙ্কা এদিন বলেন, 'আমি কোথায়, কখন যাই, তা উনি জানবেন কী করে? উনি এটা জানলেন কী করে যে, অন্য সময় আমি মন্দিরে যাই না!'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল