অ্যাপশহর

জাল্লিকাট্টু: লাগাতার বিক্ষোভে তামিলনাড়ু

বিক্ষোভকারীদের হটিয়ে বিচ খালি করার চেষ্টা চালাচ্ছে পুলিশ

EiSamay.Com 23 Jan 2017, 2:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক :জালিকাট্টু নিয়ে অব্যাহত আন্দোলন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেরিনা বিচ ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পরে তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে। সোমবার সকালে চেন্নাই এর মেরিনা বিচে জমায়েত প্রায় লক্ষাধিক বিক্ষোভকারী।
EiSamay.Com widespread protest in tamil nadu for jallikattu
জাল্লিকাট্টু: লাগাতার বিক্ষোভে তামিলনাড়ু


জালিকাট্টু নিয়ে স্থায়ী সমাধানের দাবিতে এই বিক্ষোভ। তাদের সরাতে মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। শান্তিপূর্ণ ভাবে মেরিনা বিচ ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ।

বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করতে অস্বীকার করে। এরপর বিক্ষোভকারীদের হটিয়ে বিচ খালি করার চেষ্টা চালায় পুলিশ। মেরিনা বিচ থেকে বিক্ষোভকারীদের সরাতে গেলে পাল্টা প্রতিরোধ শুরু হয়। বিভিন্ন জায়গায় থানা ঘেরাও থেকে শুরু করে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয় বেশ কিছু বাসে। পুলিশও লাগাতার ধর-পাকড় চালায়। গ্রেপ্তার প্রায় ১৫ জন বিক্ষোভকারী।

কেন্দ্রের ছাড়পত্র মেলার পরও বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জাল্লিকাট্টু নিয়ে স্থায়ী সমাধানের দাবিতে।

The police, who issued a press release in the early hours of Monday, said the protest had been staged in a disciplined and peaceful manner without causing inconvenience to the general public and hindrance to the traffic.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল