অ্যাপশহর

​মোদির বালুচিস্তান প্রসঙ্গে সহমত কংগ্রেস

বালুচিস্তান নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্যকে সমর্থন জানালো কংগ্রেস।

EiSamay.Com 16 Aug 2016, 11:30 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বালুচিস্তান নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্যকে সমর্থন জানালো কংগ্রেস। কাশ্মীর ইস্যুকে সামনে রেখেই কংগ্রেসের এই অবস্থান বলেই মনে করছে রাজনৈতিক মহল। স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বালুচিস্তান প্রসঙ্গ সামনে এনে পাকিস্থানের কড়া সমালোচনা করেন । যদিও সলমান খুরশিদ মোদির বক্তব্যের পাল্টা হিসেবে 'বালুচিস্তানের ঘটনা পাকিস্তানের আভ্যন্তরিন ব্যাপার' বলে উল্লেখ করেছেন। খুরশিদের এই বক্তব্যকে পুরোটাই ব্যক্তিগত মন্তব্য বলে এদিন উড়িয়ে দেয় কংগ্রেস।
EiSamay.Com why congress is backing pm modis bold strategy in balochistan
​মোদির বালুচিস্তান প্রসঙ্গে সহমত কংগ্রেস


মোদির বক্তব্যের সমর্থনে এআইসিসির মুখপাত্র রনদীপ সুরজওয়ালা বলেন " পাকিস্তানের সংস্থা ও সশস্ত্র বাহিনীর দ্বারাই সন্ত্রাস সংগঠিত হচ্ছে । মানবাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার দরকার"। আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্থানের এই ভূমিকার উপস্থানের পক্ষেও সরকারকে সমর্থন জানায় কংগ্রেস। বালুচিস্তান সমস্যাকে সামনে রেখে কংগ্রেস আসলে কাশ্মীর সমস্যার সমাধানের ওপরই জোর দিতে চাইছে। এই ধরনের সমস্যা সমাধানে কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে পূর্ণ সমর্থন করবে বলে জানিয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল