অ্যাপশহর

সরকারি চাকরি পেতে হলে জানতে হবে রামদেবের গুরুর নামও!

গত কয়েক বছর ধরে হরিয়ানার পুলিশ, ক্লার্ক, রেভেনিউ অফিসারের পোস্টে চাকরির পরীক্ষায় এমনই সব উদ্ভট প্রশ্ন আসে। এগুলোকেই সাধারণ জ্ঞান হিসেবে চালানোর চেষ্টা করে হরিয়ানার বিজেপি সরকার।

EiSamay.Com 25 Oct 2017, 1:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রামদেবের গুরুর নাম কী? বাবা কালী কমলির ডেরা কোথায়? বা 'বসোধা' কী নামে পালিত হয়?
EiSamay.Com who is baba ramdevs guru question in haryana govt exam
সরকারি চাকরি পেতে হলে জানতে হবে রামদেবের গুরুর নামও!


এই সব প্রশ্নের উত্তর জানা আছে? না হলে অন্তত হরিয়ানার সরকারি চাকরি আপনার মিলবে না। কারণ গত কয়েক বছর ধরে হরিয়ানার পুলিশ, ক্লার্ক, রেভেনিউ অফিসারের পোস্টে চাকরির পরীক্ষায় এমনই সব উদ্ভট প্রশ্ন আসে। এগুলোকেই সাধারণ জ্ঞান হিসেবে চালানোর চেষ্টা করে হরিয়ানার বিজেপি সরকার।

হরিয়ানা বিজেপির মুখপাত্র রমন মালিক জানিয়েছেন যে এই সব প্রশ্ন সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে সম্পর্কিত। তাই সরকারি চাকরি করে যারা সাধারণ মানুষের সেবা করবেন, তাঁদের এই সব প্রশ্নের উত্তর জানতেই হবে। এক পরীক্ষার্থী জানিয়েছেন যে চাকরির প্রস্তুতির কোনও বইতে এই সব প্রশ্নের উত্তর তিনি পাননি। তাই বাধ্য হয়ে দাদু-ঠাকুমার মতো বয়স্কদের জিজ্ঞাসা করেছেন।

এমনই কয়েকটি প্রশ্নের নমুনা এখানে তুলে ধরা হল।

* হরিয়ানায় কালী কমলি বাবার ডেরা কোথায় অবস্থিত?
(শিফট অ্যাটেনডেন্ট ২০১৬, উত্তর - কুরুক্ষেত্র)

* 'চালকড়া' গয়না শরীরের কোন অংশে পরা হয়?
(হরিয়ানা পুলিশ কনস্টেবল ২০১৬, উত্তর - পা)

* কোন সামাজিক অনুষ্ঠান 'বসোধা' নামে পরিচিত?
(পুলিশ কনস্টেবল. ২০১৬, উত্তর - নির্জলা একাদশী)

* দাইরোঙ্গো জায়গাটি কোথায় অবস্থিত?
(হরিয়ানা ফুড সাপ্লাই সাব-ইন্সপেক্টর ২০১৭, উত্তর - ভিওয়ানি)

* হরিয়ানায় 'ছিল্লম ভরনা' প্রবাদটি কী অর্থে ব্যবহৃত হয়?
(পাম্প অপারেটর/ডিভিশনাল অ্যাকাউন্টটেন্স ২০১৬, উত্তর - অতিথি আপ্যায়ন করা)

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল