অ্যাপশহর

ক্ষতিগ্রস্ত দিল্লির অশোক স্তম্ভ, অন্ধকারে বিজ্ঞানীরা

পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম, দিল্লির ফিরোজ শাহ কোটলার অশোক স্তম্ভটি ধীরে ধীরে নষ্ট হতে চলেছে। স্তম্ভ থেকে খুলে যাচ্ছে আস্তরণগুলিও।

EiSamay.Com 3 Dec 2016, 1:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম, দিল্লির ফিরোজ শাহ কোটলার অশোক স্তম্ভটি ধীরে ধীরে নষ্ট হতে চলেছে। স্তম্ভ থেকে খুলে যাচ্ছে আস্তরণগুলিও। ফলে চিন্তায় পড়ে গিয়েছে আর্কেওলজি সার্ভে অফ ইন্ডিয়ার কর্তারা।
EiSamay.Com while ashoka pillar in delhi was getting damaged asi remained clueless
ক্ষতিগ্রস্ত দিল্লির অশোক স্তম্ভ, অন্ধকারে বিজ্ঞানীরা


উল্লেখ্য, খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য্য সম্রাট অশোক স্থাপন করেন এই অশোক স্তম্ভ। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্তম্ভের সমূহ বিশেষ রয়েছে এখনও। আগে বহু সংখ্যক স্তম্ভ নির্মিত হলেও বর্তমানে মাত্র উনিশটি স্তম্ভ অবশিষ্ট রয়েছে। সাধারণতঃ ৪০ থেকে ৫০ ফুট (১২ থেকে ১৫ মি) উচ্চ ও ৫০ টন ওজনের এই স্তম্ভগুলিকে অনেকসময় শত শত মাইল সরিয়ে নিয়ে গিয়ে স্থাপন করা হয়েছিল। অশোক স্তম্ভগুলিকে গৌতম বুদ্ধের সঙ্গে জড়িত বিভিন্ন স্থান, বৌদ্ধ তীর্থস্থান ও বৌদ্ধবিহারগুলিতে স্থাপন করা হয়েছিল। বেশ কয়েকটি স্তম্ভে ভিক্ষু ও ভিক্ষুণীর উদ্দেশ্যে লিপি উৎকীর্ণ রয়েছে। সম্রাট অশোক কোন স্থানে যাত্রা করলে, তার স্মৃতিতেও বেশ কয়েকটি স্তম্ভ স্থাপিত হয়।



খ্রীষ্টপূর্ব ২৭৩ থেকে ২৩৬ অব্দের মধ্যে এই ঐতিহাসিক ও ভারতীয় শিল্পের একটি প্রাচীন নিদর্শেনর এইভাবে ক্ষয় হওয়ার পিছনে কী কারণ থাকতে পারে, তা নিয়ে দিশাহীন ভারতীয় প্রত্নতাত্ত্বিকরা। বেশ কয়েকমাস ধরে লক্ষ করা গিয়েছে, পিলারের গায়ের আস্তরণ খসে পড়ে যাচ্ছে। যা আগে কখনও হয়নি। ASI-র ডিরেক্টর জেনারেল রাকেশ তিওয়ারি জানিয়েছেন, এই বিষয়টি সত্যিই ভীষণ উদ্বেগের। পিলারের ব্যাপারটি নিয়ে অনেক আগেই আমাদের পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল