অ্যাপশহর

OMG: জয়ার মুখে চারটে ফুটো! কেন?

রাজাজি হলে দীর্ঘ ক্ষণ শায়িত মুখ্যমন্ত্রী জয়ললিতার মরদেহে কোনও পচন ধরেনি কী কারণে? আসলে রহস্য লুকিয়ে রয়েছে আম্মার মুখের কয়েকটি বিন্দুতে।

EiSamay.Com 7 Dec 2016, 9:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজাজি হলে দীর্ঘ ক্ষণ শায়িত মুখ্যমন্ত্রী জয়ললিতার মরদেহে কোনও পচন ধরেনি কী কারণে? আসলে রহস্য লুকিয়ে রয়েছে আম্মার মুখের কয়েকটি বিন্দুতে।
EiSamay.Com what do these spots on ammas face meant
OMG: জয়ার মুখে চারটে ফুটো! কেন?


মর্গ নয়। উপস্থিতি নেই কোনও বরফ চাঁইয়ের। তবু ঘণ্টার পর ঘণ্টা ধরে চেন্নাইয়ের রাজাজি হলে শায়িত প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শরীরে পচন ধরেনি। টিভি ক্যামেরা আম্মার নিস্পন্দ মুখের ওপর ফোকাস করলে তাঁর বাঁ গালে কয়েকটি বিন্দু দেখা গিয়েছে। আসলে তার মধ্যেই লুকিয়ে রয়েছে মরদেহে পচন না-ধরার রহস্য।

চিকিত্‍সকরা জানিয়েছেন, মুখের ওই দাগ আসলে কয়েকটি ছিদ্র। মরদেহের পচন রোধ করতে ওই ছিদ্রপথে ঢুকিয়ে দেওয়া হয় কিছু রাসায়নিক। পচনকারী ব্যাক্টেরিয়া ধ্বংস করে সেই রাসায়নিকই সাময়িক সতেজ রাখে মৃতদেহ। এই প্রক্রিয়ার নাম এমবামিং, মৃত শরীরের বিকৃতি রোধ করতে যার জুড়ি নেই।

জানা গিয়েছে, এমবামিংয়ের জন্য প্রয়োজনীয় মিশেলে থাকে ফর্ম্যালডিহাইড, গ্লুটারালডিহাইড, মেথ্যানল সহ একাধিক রাসায়নিক।

# Embalming is a chemical process which is used to preserve human body temporarily for public display.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল