অ্যাপশহর

ডেটলাইন বালুরঘাট: সেফ হাউজ থেকে ঝাঁপআত্মঘাতী করোনা রোগী

জানা গিয়েছে, গত ৩ তারিখ অজিতের সোয়াব পরীক্ষা করা হয়। দুদিন পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ৬ তারিখ সকালে বুনিয়াদপুরের বংশীহারী আইটিআই কলেজের সেফ হাউজে ভর্তি হন।

EiSamay 9 Aug 2020, 2:10 pm
এই সময়, বালুরঘাট: সেফ হাউজের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক করোনা রোগীর। মৃত ব্যক্তির নাম অজিত মাহাতো(৪৩)। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বদলপুর এলাকায় ভিওর গ্রামের বাসিন্দা। শনিবার সকালে স্থানীয় আইটিআই কলেজের দোতলার ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। এই ঘটনায় সেফ হাউজে রোগীদের সুরক্ষা এবং নজরদারি অভাব নিয়ে প্রশ্ন উঠেছে শুরু করেছে।
EiSamay.Com Covid patient dies
মৃত কোভিড রোগী


জানা গিয়েছে, গত ৩ তারিখ অজিতের সোয়াব পরীক্ষা করা হয়। দুদিন পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ৬ তারিখ সকালে বুনিয়াদপুরের বংশীহারী আইটিআই কলেজের সেফ হাউজে ভর্তি হন। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এদিন সকালে সেফ হাউজের এদিক ওদিক ছোটাছুটি করতে করতে হঠাৎ চিৎকার করে ছাদের দিকে ছুটে গিয়ে ঝাঁপ দেয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল বলেন, 'সকাল ছ'টা নাগাদ হঠাৎ আমি ফোন পাই বুনিয়াদপুরের বংশীহারী আইটিআই কলেজের সেফ হাউজের ছাদ থেকে একজন লাফ দিয়ে নিচে পড়ে গিয়েছে। পুলিশ এবং বিএমওএচ কে জানিয়ে দ্রুত আমিও ঘটনাস্থলে যাই। সেখানে চিকিৎসক বলেন ওই ব্যক্তি মারা গিয়েছেন। মৃতের ভাইয়ের সঙ্গে কথা বলা সময় জানতে পারি তাঁর দাদা করোনা পজিটিভ হওয়ায় পর থেকেই মানসিক বিপর্যস্ত ছিল। সম্ভবত সেই কারণেই আত্মহত্যা করেছেন।' অন্যদিকে নজরদারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'বাড়ির মতো পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়। আমাদের মূল লক্ষ রোগীদের চিকিৎসা করে সুস্থ করে বাড়ি ফেরানো। আমরা সজাগ। জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলেছি। এই রকম ঘটনা যাতে না ঘটে তার উপর নজর রাখছি।'

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল