অ্যাপশহর

বিহারের সায়েন্স টপারের 'নিষ্পাপ' স্বীকারোক্তি, 'আমি তো ফাঁকা খাতা জমা দিয়েছি'

বাবার দাবি ছিল, ছেলেকে যে ভাবে হোক টপার করতে হবে।

EiSamay.Com 6 Aug 2016, 8:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এ খবরে আপনি নির্ঘাত্‍‌ ভিরমি খাবেন! আসুন, বিহারের বিজ্ঞানের সর্বোচ্চ নম্বর পাওয়া রাহুল কুমারের সঙ্গে পরিচয় করা যাক। রাজ্যের সায়েন্স টপার রাহুল অবিশ্যি আপাতত শ্রীঘরে। কীভাবে সে টপার হয়েছে, পুলিশি জেরার মুখে সব জানিয়েছে রাহুল। পুলিশি জেরায় বিহারের সায়েন্স টপারের অকপট স্বীকারোক্তি, 'পরীক্ষার হলে আমাকে বলা হয়েছিল ফাঁকা খাতা জমা দিতে। আমাকে টপার করার জন্য যে বাবা ৫ লাখ টাকা আগেই দিয়ে রেখেছিল।'
EiSamay.Com we left answer papers blank in exam hall says arrested bihar science topper rahul kumar
বিহারের সায়েন্স টপারের 'নিষ্পাপ' স্বীকারোক্তি, 'আমি তো ফাঁকা খাতা জমা দিয়েছি'


বিহার স্কুল এগজামিনেশন বোর্ড বা (BSEB) পরীক্ষায় ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসার পরেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। মোটা অঙ্কের ঘুষ দিয়ে চিট করে BSEB টপার হয়ে ইতোমধ্যেই ধৃত রুবি রাই। ওই পরীক্ষায় বিজ্ঞান শাখার টপার রাহুল কুমার কী ভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছে, তার ইতিবৃত্ত শুনলে চোখ কপালে ওঠে। পুলিশকে রাহুল বলেছে, ভিআর কলেজের অধ্যক্ষ বাচ্চা রাইকে মোট ৫ লক্ষ টাকা ঘুষ দিয়েছিল তার বাবা। বাবার দাবি ছিল, ছেলেকে যে ভাবে হোক টপার করতে হবে।

পাটনার এসএসপি মনু মহারাজ জানিয়েছেন, পরীক্ষা দুর্নীতির কিংপিন বাচ্চা রাইকে বিভিন্ন পর্যায়ে ৫ লক্ষ টাকা ঘুষ দিয়েছিল রাহুলের বাবা। রাহুলের কথায়, 'আমি এবং আরও কয়েকজন ছাত্র-ছাত্রী ৫ লক্ষ টাকা করে দিয়েছিলাম প্রিন্সিপালকে। আমাদের বলা হয়, পরীক্ষার হলে সাদা পাতা জমা দিতে। রাতে কলেজে গিয়ে আবার লেখা শুরু করি। ওই রোল নম্বরেরই খাতা ও উত্তর আমাদের দেওয়া হয়। আমাদের বলা হয়েছিল, যদি ছাত্র-ছাত্রীরা না-ও আসতে পারে, তাহলে আত্মীয় বা বন্ধুবান্ধব এসেও লিখতে পারে। কোনও অসুবিধা নেই।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল