অ্যাপশহর

গরম জামা-রুম হিটারের ওমে কাঁপছে ATM!

ঠান্ডায় কিছু মানুষের অল্প-বিস্তর অসুবিধা হয়ে থাকে। বিশেষত তাপমাত্রা যেখানে হিমাঙ্কের অনেকটাই নীচে। কিন্তু যন্ত্রেরও সমান অসুবিধা হতে পারে, জানেন?

Suresh Sharma | TNN 9 Jan 2018, 1:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ঠান্ডায় কিছু মানুষের অল্প-বিস্তর অসুবিধা হয়ে থাকে। বিশেষত তাপমাত্রা যেখানে হিমাঙ্কের অনেকটাই নীচে। কিন্তু যন্ত্রেরও সমান অসুবিধা হতে পারে, জানেন? আর তার জন্য আখেরে সমস্যায় পড়ে মানুষই। কথা হচ্ছে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতির। যেখানে শীতের সময় তাপমাত্রা -২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। মানুষ তো বটেই, এই ঠান্ডায় অকেজো হয়ে যায় ATM-এর মতো জরুরি যন্ত্রও।
EiSamay.Com warm clothes heaters for atms in lahaul spiti
গরম জামা-রুম হিটারের ওমে কাঁপছে ATM!


শীতকালে এখানকার বেশিরভাগ এটিএমে মোটা কম্বলের আবরণ এবং কিয়স্কে রুম হিটার চালিয়েও সুবিধা হয় না। ঠান্ডায় জবুথবু হয়ে যন্ত্রও কাজে জবাব দেয়। কেইলং জেলার স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার সঙ্গীতা বলেন, ‘ATM-কে গরম কাপড়ে মুড়ে, সারা দিন রুম হিটার চালিয়েও বিশেষ একটা লাভ হয় না। দিনের বেলাতেও তাপমাত্রা -৫ থেকে -১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করে। সাধারণত এই তাপমাত্রায় যন্ত্রাংশ কাজ করে না। কনভেয়ার বেল্ট জ্যাম হয়ে যায়। তার ফলে ক্যাশ ডিসপেন্স হয় না। সমস্যায় পড়েন গ্রাহকরাই।’

একই অবস্থা কাজা-তেও। সেখানকার SBI ব্রাঞ্চের ম্যানেজার সমীর জানান, শীতের সময় বেশিরভাগ এটিএমের ঝাপ বন্ধ করা থাকে। না হলে অন্যান্য সময়েও মেশিন ঠিকমতো কাজ করে না। সুরক্ষার কারণেই কাঠ বা কয়লা এটিএম কেবিনে জ্বালিয়ে রাখা সম্ভব হয় না। গত কাল সোমবার কেইলংয়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -১২.৬ ডিগ্রি সেলসিয়াস। শুধু ব্যাঙ্ক নয়, অন্যান্য সমস্ত দপ্তরের কর্মীদের অত্যন্ত অসুবিধার মধ্যে কাজ করতে হয়। সারা দিন ইলেকট্রিক হিটার বা LPG হিটার জ্বালিয়ে শরীর গরম রাখতে হয়। সমস্ত জলের পাইপ জমে যায়। ফলে খাবার জল পর্যন্ত মেলা দুষ্কর হয়ে ওঠে।

মানালিও এ মুহূর্তে পুরু বরফের আবরণের নীচে রয়েছে। গত কাল সোমবার সেখানে তাপমাত্রা ছিল -৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সূর্য উঠলে তবেই মিলছে জল।
লেখকের সম্পর্কে জানুন
Suresh Sharma

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল